বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

রমজান আত্মশুদ্ধির মাস-অধ্যাপক মুহাম্মদ ফোরকান মিয়া

প্রকাশের সময় : ২৬ জুন, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : মুনিরীয়া যুব তবলীগ কমিটির মহাসচিব অধ্যাপক মুহাম্মদ ফোরকান মিয়া বলেছেন, পবিত্র কোরআনের অনেক আয়াতে পাকে আত্মশুদ্ধির কথা উল্লেখ রয়েছে। আল্লাহ তায়ালা উম্মতে মোহাম্মদী (স.)’কে একটি মাস দান করেছেন আত্মশুদ্ধির জন্য। তাই পবিত্র রমাদ্বান মাসে মসজিদ ভর্তি মুসল্লি দেখা যায়, প্রত্যেকের হাতে তাসবীহ ও মাথায় টুপি দেখা যায়, যা প্রশংসার বিষয়। কিন্তু রমাদ্বান মাস চলে যাওয়ার পর আর এমন পরিবেশ কম দেখা যায়। অতএব, সারাটি বছর মুসলিম যুবকদের মাঝে এমন পরিবেশ বিরাজ রাখার জন্য কাগতিয়া আলিয়া দরবারের মোর্শেদ প্রবর্তন করেছেন মুনিরীয়া তরিক্বত, প্রতিষ্ঠা করেছেন মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ এবং কাগতিয়া দরবার শরীফ। হাজার হাজার যুবক এ তরিক্বতে দীক্ষিত হয়ে আত্মশুদ্ধি লাভ করেছেন। আর হয়েছেন নামাজী, রোজাদার, তাহাজ্জুদ আদায়কারী, দরূদ পাঠকারী ও কোরআন তেলাওয়াতকারী। গতকাল শনিবার কাগতিয়া দরবার শরীফের প্রতিষ্ঠাতা হযরত শায়খ ও কাগতিয়া দরবারের মহিয়সী রূহানী আম্মাজান (রহ.)’র ফাতেহা শরীফ এবং মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলীর হায়াতে খিজরী কামনায় আয়োজিত মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ ২নং মোহাম্মদপুর শাখার উদ্যোগে শাখার স্থায়ী কার্যালয়ে ইফতার মাহফিলে উপস্থিত মুসল্লিগণের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। শাখার সভাপতি আলহাজ কাজী মাওলানা আব্দুস ছালামের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে বিশেষ অতিথি ছিলেন সাবেক চেয়ারম্যান এম. শাহ আলম চৌধুরী, বিশিষ্ট রাজনীতিবিদ মুহাম্মদ ইসহাক মিয়া, অধ্যাপক মুহাম্মদ জাহাঙ্গীর আলম। অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন মুনিরীয়া তবলীগ কমিটি বাংলাদেশ ওলামা পরিষদের সচিব আল্লামা মুফতি মুহাম্মদ ইব্রাহীম হানফি, কাগতিয়া কামিল এম.এ. মাদরাসার মুহাদ্দিস আল্লামা কাজী আনোয়ারুল আলম ছিদ্দিকী, মুহাদ্দিস আল্লামা মোহাম্মদ আশেকুর রহমান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন