বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

রাজশাহীতে বন্ধ থাকার পর আগাম টিকিট বিক্রি শুরু

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ ডিসেম্বর, ২০১৯, ১২:০০ এএম

 চার দিন বন্ধ থাকার পর অবশেষে চালু হয়েছে রাজশাহী-ঢাকা রুটের আন্তনগর ট্রেনের টিকেট বিক্রি । রাজশাহী রেলওয়ে স্টেশনে গতকাল শনিবার দুপুর থেকে শুরু হয়েছে বিরতিহীন বনলতা এক্সপ্রেস ও আন্তনগর সিল্কসিটি এক্সপ্রেসের টিকেট বিক্রি। বিকেল সাড়ে ৩টার দিকে আন্ত :নগর পদ্মা এক্সপ্রেসের টিকেট বিক্রি শুরু হয়। সন্ধ্যায় বিক্রি করা হয় ধুমকেতু এক্সপ্রেসের টিকেট।

রাজশাহী রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, গত দুই দিন থেকে আগাম টিকিট বিক্রি বন্ধ ছিল। তবে শনিবার দুপুর থেকে বনলতা ও সিল্কসিটি এক্সপ্রেস, বিকেলে পদ্মা এক্সপ্রেস এবং সন্ধ্যায় ধুমকেতু এক্সপ্রেসের টিকেট বিক্রি শুরু হয়েছে। তিনি বলেন, ১ জানুয়ারি থেকে পশ্চিমাঞ্চল রেলওয়ের টাইম শিডিউলে কিছুটা পরিবর্তন আসছে। এছাড়া পশ্চিমাঞ্চল রেলের ঢাকা-রাজশাহী রুটে চলাচলকারী প্রতিটি আন্তঃনগর ট্রেনের নতুন করে আসন বিন্যাস করা হচ্ছে। পরিবর্তন হচ্ছে বিভিন্ন ট্রেনের র‌্যাক।

রাজশাহী রেলওয়ে স্টেশন ব্যবস্থাপক আব্দুল করিম জানান, পশ্চিমাঞ্চল রেলওয়ের ঢাকা-রাজশাহী রুটের বিরতিহীন আন্তঃনগর ট্রেন বনলতা এক্সপ্রেস, আন্তনগর ট্রেন সিলসিটি এক্সপ্রেস, আন্তঃনগর ট্রেন পদ্মা এক্সপ্রেস ও আন্তঃনগর ট্রেন এক্সপ্রেস চলাচল করছে। বর্তমানে এই সবকটি ট্রেনের র‌্যাক পরিবর্তন আনা হচ্ছে। এর ফলে নতুন করে আন্তঃনগর ট্রেনগুলোর আসন বিন্যাস হচ্ছে। আসন বিন্যাস চূড়ান্ত হওয়ার পরই এই রুটের আগাম টিকেট বিক্রি শুরু হয়। রাজশাহীর স্টেশন ব্যবস্থাপক আবদুল করিম আরও জানান, বর্তমানে একটি র‌্যাকের মাধ্যমে বনলতা এক্সপ্রেস ট্রেনটি দুইদিক থেকে চলাচল করে। এতে ট্রেনটি কোনো কারণে একদিকে বিলম্ব ঘটালে পরদিন শিডিউল ঠিক রাখা কঠিন হয়ে পড়ে। এছাড়া মাত্র দুটি র‌্যাক দিয়ে পশ্চিমাঞ্চল রেলওয়ের রাজশাহী-ঢাকা-রাজশাহী রুটে চলাচল করছে সিল্কসিটি, পদ্মা ও ধূমকেতু এক্সপ্রেস নামের তিনটি আন্তঃনগর ট্রেন।

যে ট্রেনটি সিল্কসিটি হয়ে ঢাকায় যায় সেটি ফেরার সময় ধূমকেতু হয়ে আবার রাজশাহীতে ফেরে। বনলতার জন্য বিপরীতমুখী দুটি আলাদা র‌্যাক (ট্রেনের সব কোচ মিলে একটি র‌্যাক) না থাকায় বিরতিহীন ট্রেনটির শিডিউল ঠিক রাখা যাচ্ছে না। ফলে একটি অতিরিক্ত র‌্যাক যা ভারত থেকে আমদানিকৃত কোচের মাধ্যমে সংযোজন করা হচ্ছে। এছাড়া অন্য আন্তঃনগর ট্রেনগুলোতেও নতুন কোচ সংযোজন-বিয়োজন করা হচ্ছে বলে জানান তিনি।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন