ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই বলেছেন, ভারতে পাশ হওয়া নতুন নাগরিকত্ব আইন সেদেশের ক্ষমতাসীন বিজেপি সরকারের মুসলিম বিদ্বেষেরই নগ্ন বহিঃপ্রকাশ। ভারতের এই নাগরিকত্ব সংশোধনী আইন বাংলাদেশের সার্বভৌমত্বও হুমকির মুখে পড়বে। কোন সভ্য দেশ এ রকম সাম্প্রদায়িক আইন করতে পারে না। এ আইনের মাধ্যমে ভারতীর মুসলমানদের রাষ্ট্রহীন করার ষড়যন্ত্র করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় কুড়িগ্রামের ধলেম্বরী মাঠে আয়োজিত ইজতেমায় দ্বিতীয় দিনের আলোচনায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ভারতের এ আইন হবে মুসলমানদের মানবাধিকার লঙ্ঘনের হাতিয়ার। এ সাম্প্রদায়িক আইন বাতিল করতে হবে।
ইসলামী ঐক্যজোট
ইসলামী ঐক্যজাটের মহাসচিব মুফতী ফয়জুল্লাহ এক বিবৃতিতে বলেন, কট্টর হিন্দুত্ববাদি বিজেপি সরকার ভারতকে হিন্দু রাষ্ট্রে পরিণত করতেই সংবিধানকে পাশ কাটিয়ে বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী বিল ও জাতীয় নাগরিক নিবন্ধনের উদ্যোগ গ্রহণ করেছে। তিনি অবিলম্বে ভারতে কথিত নাগরিকত্ব সংশোধনী আইন বাতিলের জোর দাবি জানান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন