বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

স্বামীর দেয়া আগুনে পুড়ে যাওয়া গৃহবধূর মৃত্যু

স্টাফ রিপোর্টার, নরসিংদী থেকে : | প্রকাশের সময় : ২২ ডিসেম্বর, ২০১৯, ১২:০০ এএম

নরসিংদীর মাধবদীতে যৌতুকের টাকা দিতে না পারায় স্বামীর দেয়া আগুনে পুড়ে যাওয়া খাদিজা আক্তার রুমা (২০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। পাঁচদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে গতকাল ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় গতকাল দুপুরে ওই গৃহবধূর স্বামী বিপ্লব মিয়াকে আটক করে মধাবদী থানা পুলিশ। নিহত খাদিজা আক্তার রুমা নরসিংদী সদর উপজেলার শিলমান্দী গ্রামের কাজল মিয়ার মেয়ে। অপরদিকে বিপ্লব মিয়া মাধবদীর গদাইচর গ্রামের দুলাল মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, গত সোমবার দুপুরে যৌতুকের টাকার জন্য স্বামীর দেয়া আগুনে অগ্নিদগ্ধ হয় গৃহবধূ খাদিজা আক্তার রুমা। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় খাদিজাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ৫ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে গতকাল ভোরে সে মারা যায়। নিহত খাদিজার বাবা কাজল মিয়া জানান, প্রায় দেড় বছর আগে মেয়ে খাদিজাকে বিপ্লবের সাথে বিয়ে দেয়া হয়। তাদের একটি ৭ মাসের কন্যা সন্তান রয়েছে। বিয়ের পর থেকে যৌতুকের ৩ লাখ টাকার জন্য বিপ্লব প্রায় সময় খাদিজার ওপর নির্যাতন চালাতো। এক পর্যায়ে টাকা দিতে না পারায় খাদিজাকে হত্যার উদ্দেশে পূর্ব পরিকল্পিতভাবে শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়া হয়।
মাধবদী থানার ডিউটি অফিসার এসআই দিদারুল আলম জানান, এ ব্যাপারে নিহত খাদিজা আক্তার রুমার বাবা কাজল মিয়া বাদী হয়ে মাধবদী থানায় একটি মামলা দায়ের করেছে। এ ঘটনায় স্বামী বিপ্লবকে গ্রেফতার করা হয়েছে।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন