বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

পেঁয়াজের পর লাগামহীন আলু

ধরে তাদের মধ্যে অশান্তি চলছিল। সংবাদ প্রতিদিন।

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ ডিসেম্বর, ২০১৯, ১২:০১ এএম

ভারতে পেঁয়াজের পর লাগামহীন হয়ে পড়েছে আলুর বাজারও। পশ্চিমবঙ্গের প্রতিটি জেলাতেই বেড়েছে আলুর দাম। রাজ্যে ২৪ থেকে ২৬ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে জ্যোতি আলু। চন্দ্রমুখী আলুর দাম প্রতি কেজিতে বেড়ে হয়েছে ৩০ টাকা। আগামী কয়েকদিনে আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। খবরে বলা হয়, আলুর জোগান কম থাকায় দাম বাড়ছে। অন্যান্য বছর ডিসেম্বর মাসের প্রথম থেকেই ‘পোখরাজ’ আলু বাজারে ভালো রকম চলে আসে। কিন্তু এ বছর ঘূর্ণিঝড়ের কারণে আলুর চাষ দেরিতে হয়েছে। ফলে নতুন আলুও বাজারে আসতে দেরি হচ্ছে। এছাড়া পাঞ্জাব থেকে নতুন আলু রাজ্যের বাজারে না আসায় আলুর দাম বেড়েছে। বাঁকুড়া জেলা কৃষি বিপণন দফতর সূত্রে জানা যায়, জেলায় এই মুহূর্তে চালু হিমঘরের সংখ্যা ৪৬। হিমঘরগুলোতে এবার মোট আলু মজুত ছিল ছয় লাখ ২৮ হাজার ৭২২ মেট্রিক টন। এখনও মজুত রয়েছে পুরোনো আলু। যা কমবেশি প্রায় ৪ শতাংশ। আলু মজুত করে রাখার সাধারণ সময়সীমা ছিল ৩০ নভেম্বর পর্যন্ত। ব্যবসায়ীদের আবেদনের ভিত্তিতে সরকারের তরফে সেই মেয়াদ ১৫ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়। কিন্তু সেই সময়কালের পরেও খালি হয়নি একাধিক স্টোর। রাজ্যে আলুর দাম কমার উপক্রম নেই বলে ইঙ্গিত দিচ্ছেন ব্যবসায়ীরা। হিমঘরে রাখার মেয়াদ শেষ হলেও পুরোনো আলু বাজারে তেমন আসছে না। কিছু আলু বাজারে এলেও তার জোগান যথেষ্ট নয়। এ পরিস্থিতিতে বাঁকুড়া জেলার বিভিন্ন বাজারে পেঁয়াজের মতোই আলুর দামও চড়ছে। এবিপি।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন