বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৪ ডিসেম্বর, ২০১৯, ১২:০১ এএম

শুরু হচ্ছে অষ্টাদশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২০। আগামী ১১ জানুয়ারি এ উৎসব শুরু হবে। প্রতিবারের মতো এবারও উৎসবে নানা আয়োজন থাকবে। উৎসবে ‘বাংলাদেশ প্যানারোমা’ বিভাগে দেখানো হবে মোট ১১টি চলচ্চিত্র। এর মধ্যে রয়েছে ইমপ্রেস টেলিফিল্মের তিন চলচ্চিত্র নাসির উদ্দিন ইউসুফ নির্মিত আলফা, তৌকীর আহমেদ পরিচালিত ফাগুন হাওয়া এবং ১১ তরুণ নির্মাতার পরিচালনায় বাংলাদেশের প্রথম অমনিবাস চলচ্চিত্র ‘ইতি, তোমারই ঢাকা’। এর মধ্যে ‘আলফা’ ও ‘ইতি, তোমারই ঢাকা’ বিশ্বের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে অংশ নিয়ে প্রংশসিত হয়েছে এবং চলতি বছরে অস্কারে ‘ইন্টারনেশনাল ফিচার ফিল্ম’ বিভাগে বাংলাদেশ থেকে মনোনীত হয়েছে ‘আলফা’। সিনেমাগুলো দেখানো হবে রাজধানীর ছয়টি ভেন্যু অলিয়ঁস ফ্রঁসেজ দ্যা ঢাকা, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, সেন্ট্রাল পাবলিক লাইব্রেরি অডিটোরিয়াম, মধুমিতা সিনেমা হল, জাতীয় জাদুঘর অডিটোরিয়াম ও স্টার সিনেপ্লেক্সে। এবারের চলচ্চিত্র উৎসেবর মূল প্রতিপাদ্য ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’। ১৯ জানুয়ারি শেষ হবে এ উৎসব। এর আয়োজক রেইনবো চলচ্চিত্র সংসদ। উৎসব পরিচালক আহমেদ মুজতবা জামাল জানান, এই আসরে বাংলাদেশ প্যানারোমা ছাড়াও সাতটি বিভাগে এ বছর মোট সত্তরটি বেশি দেশ থেকে অন্তত ২০০টির মতো চলচ্চিত্র দেখানো হবে। ওয়েস্ট মিটস ইস্ট, উইমেন কনফারেন্স’র বিভিন্ন বিভাগে থাকবে চলচ্চিত্র নিয়ে মত বিনিময় সভা।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন