বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

সিনেমা কেবল সামাজিক যোগাযোগ মাধ্যমে হিট -পূর্ণিমা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৪ ডিসেম্বর, ২০১৯, ১২:০১ এএম

কিছু সিনেমা দর্শকরা পছন্দ করছেন। তবে ব্যবসাসফল সিনেমার সংখ্যা কমে গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সিনেমা হিট হলেও প্রযোজকরা টাকা ফেরত পাচ্ছেন না। এমনিতে তো ফেসবুকে দেখা যাচ্ছে যে, দর্শক সিনেমা হলে গিয়ে বলছে ওমুক সিনেমা দেখে আসো। এই হয়েছে সেই হয়েছে। ফেসবুকে ঝড় উঠলেও প্রকৃতপক্ষে প্রযোজক কতটুকু লাভবান হচ্ছেন? বর্তমান চলচ্চিত্রের অবস্থার মূল্যায়ন করে কথাগুলো বললেন, চিত্রনায়িকা পূর্ণিমা। তিনি বলেন, এখন কি কোনো সিনেমার গান দেখে বা শুনে দর্শক এ গানটি গুণগুণ করে গাইছে বা মনে রাখছে? রাখছে না। অথচ একটা সময় এটা ছিল। সবশেষ মনপুরা, পোড়ামন টু, আয়নাবাজি সিনেমার বেশকিছু গান দর্শকরা পছন্দ করেছেন। এ পরিস্থিতি হলে তো সিনেমা কোনোভাবেই জেগে উঠবে না। পূর্ণিমা বলেন, এখন সিনেমায় জুটিরও অভাব রয়েছে। আগে একটা নতুন জুটি হিট সিনেমা দিলে তাদেরকে ঘিরে নতুন নতুন সিনেমা নির্মাণ হতো। তা এখন একদমই হচ্ছে না। সিনেমা হলে গিয়ে টাকা খরচ করে স্বচ্ছ ও ভালো মানের সিনেমা এখনো দর্শক দেখতে চান। তবে এ ধরনের সিনেমা এখন হচ্ছে না বললেই চলে। দেশের বিভিন্ন জায়গায় শপিং মলের পাশাপাশি সিনেপ্লেক্স নির্মাণের পরিকল্পনাকে সাধুবাদ জানিয়ে পূর্ণিমা বলেন, আমার মনে হয় জেলা পর্যায়ে শপিং মলের পাশাপাশি যদি সিনেপ্লেক্স তৈরি হয় তাহলে দর্শকরা অবশ্যই সিনেমা দেখতে যাবেন। কারণ শপিং মল সব সময় জমজমাট থাকে। আর সিনেমা মুক্তির সময় যদি ঠিকমতো প্রচারণা করে সকলকে জানানো যায় যে, একটি ভালো সিনেমা এসেছে তখন অনেক দর্শকই সিনেমাটি দেখতে আসবেন। তাই সিনেমা সঠিকভাবে নির্মাণের পাশাপাশি সিনেমা হলের পরিবেশও খুব বেশি জরুরি হয়ে পড়েছে। উল্লেখ্য, পূর্ণিমা এখন জ্যাম ও গাঙচিল নামে দুটি সিনেমায় অভিনয় করছেন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন