বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

মহানগর

হয় ব্যবসা বন্ধ করতে হবে, না হয় জরিমানা দিতে হবে: মেয়র আতিকুল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ ডিসেম্বর, ২০১৯, ৬:৩৩ পিএম

‘বায়ুদূষণকারীদের সচেতন করতে আজ থেকে অভিযান শুরু হয়েছে। যে কনস্ট্রাকশন কোম্পানি কমপ্লায়েন্স মেইনটেইন না করে সিটি কর্পোরেশনে কাজ করবে, হয় তার ব্যবসা বন্ধ করতে হবে, না হয় জরিমানা দিতে হবে।’- ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনিসিসি) মেয়র আতিকুল ইসলাম এসব কথা বলেছেন।

আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে গুলশান নিকেতনের ২ নম্বর গেট-সংলগ্ন ৮ নম্বর সড়কে বায়ু দুষণ বিষয়ে এক কর্মসূচি উদ্বোধনকালে মেয়র এসব কথা বলেন।

মেয়র বলেন, আপনারা বাসাবাড়ি করবেন কোনো সমস্যা নেই। কিন্তু সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলে সড়কে নির্মাণ সামগ্রী রাখা চলবে না। আমরা এ বিষয়ে সবাইকে সচেতন করতেই অভিযানে এসেছি।

মেয়রের নির্দেশনা মেনে আজই শুরু হয়েছে অভিযান। অভিযানে নেতৃত্ব দেন ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর নাহিদ হাসান।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ হাসান বলেন, দিনব্যাপী এ অভিযান পরিচালিত হয়েছে। সড়কে যত্রতত্র নির্মাণ সামগ্রী ইট-বালু, পাথর রেখে যারা পরিবেশ দূষণ করছে তাদের বিরুদ্ধে এই অভিযান পরিচালনা করছে ডিএনসিসি।

তিনি আরও বলেন, উন্নয়ন কর্মকান্ডের অজুহাতে কোনো কোনো সড়ক-ফুটপাত দীর্ঘদিন ধরে যত্রতত্র খনন করে ফেলে রাখার কারণে জনসাধারণকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। সূত্র : বাসস

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন