শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

মোগাদিশুতে শাবাবের হামলায় নিহত ১৫

প্রকাশের সময় : ২৭ জুন, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সোমালিয়ার রাজধানী মোগাদিশুর কেন্দ্রস্থলের একটি আবাসিক হোটেলে জঙ্গিগোষ্ঠী আল শাবারের আত্মঘাতী বোমা হামলা ও গোলাগুলিতে অন্তত ১৫ জন নিহত হয়েছে। গত শনিবারের এ হামলায় নিহতদের মধ্যে হোটেল রক্ষী, বেসামরিক ও কয়েকজন জঙ্গি রয়েছে বলে জানিয়েছে পুলিশ। আত্মঘাতী বোমা হামলার পর গুলিবর্ষণের শব্দে সোমালিয়ার রাজধানী প্রকম্পিত হয়ে ওঠে। ঘটনাস্থলের দিকে ছুটে আসে অ্যাম্বুলেন্স। পুলিশ জানিয়েছে, বন্দুক লড়াই শেষ হয়েছে কিন্তু জঙ্গিদের খোঁজে ঘটনাস্থলে তল্লাশি অব্যাহত আছে। হামলার দায় স্বীকার করে এতে ২০ জন রক্ষী নিহত হওয়ার দাবি করেছে আল শাবাব। গোষ্ঠীটির সামরিক অভিযানের মুখপাত্র শেখ আব্দিয়াসিস আবু মুসাব বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ধর্মত্যাগী সরকারি সদস্যদের ব্যবহার করা হোটেলটিতে হামলা চালিয়েছি আমরা। পুলিশ জানিয়েছে, আত্মঘাতী বোমা বিস্ফোরণ দিয়ে হামলা শুরু করে নাসাহাব্লাড হোটেলে তা-ব চালায় জঙ্গিরা। এরপর তাদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর ব্যাপক গোলাগুলি হয়। হোটেলের পেছন দিক দিয়ে কিছু মানুষ পালিয়ে যেতে সক্ষম হন বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা। পুলিশ কর্মকর্তা মেজর আলি মোহাম্মদ রয়টার্সকে জানিয়েছেন, অভিযান শেষ হয়েছে তবে ভবনটিতে কোনো জঙ্গি লুকিয়ে আছে কীনা তা বের করতে তল্লাশি চালানো হচ্ছে। সোমালিয়ার পশ্চিমা সমর্থিত সরকারকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে লড়াইরত আল শাবাব প্রায়ই রাজধানী মোগাদিশুতে প্রাণঘাতী হামলা চালায়। তবে এসব হামলায় নিহতের সংখ্যা সরকার ঘোষিত সংখ্যা থেকে অধিকাংশ সময়ই বাড়িয়ে বলে তারা। বিবিসি, রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন