শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

বিবেক, সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহŸান ডা. কনক কান্তি বড়–য়ার

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ ডিসেম্বর, ২০১৯, ১২:১৯ এএম

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভিসি প্রফেসর ডা. কনক কান্তি বড়–য়া চিকিৎসকদের প্রতি বিবেক, সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহŸান জানিয়েছেন। গতকাল প্রফেসর রশিদউদ্দিন আহমেদ সেমিনার হলে বিশ্ববিদ্যালয়ের নিউরোসার্জারি বিভাগের এ্যালামনাই এ্যাসোসিয়েশনের ২য় পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহŸান জানান। অনুষ্ঠানে অতিথি ছিলেন প্রো-ভিসি ডা. মো. শহীদুল্লাহ সিকদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিউরোসার্জারি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডা. এটিএম মোশারেফ হোসেন। অনুষ্ঠানে এ্যালামনাই এ্যাসোসিয়েশনের সদস্য, দেশের বিশিষ্ট নিউরোসার্জন, নিউরোসার্জারি বিভাগের শিক্ষক, চিকিৎসক ও রেসিডেন্ট ছাত্রছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
ডা. কনক কান্তি বড়–য়া বলেন, প্রত্যেককে নিজের বিবেকের কাছে প্রশ্ন করতে হবে। তবেই সততার সাথে দায়িত্ব পালনের পথ সুগম হবে। বিবেক জাগ্রত হলে মানবকল্যাণ হবে। রোগীরা চিকিৎসকদের কাছে অনেক আশা নিয়ে আসেন। আন্তরিকতার সাথে চিকিৎসাসেবা প্রদান, সুন্দর আচরণ ও ব্যবহার এবং ভালোবাসা দিয়ে রোগীর মন জয় করতে হবে। সকলকেই নিজ নিজ অবস্থান থেকে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন