বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

খেলাধুলা

বিপিএলে ব্যাটিংয়ে বিদেশীদের আধিপত্য

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ ডিসেম্বর, ২০১৯, ৭:১৭ পিএম

এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসরে এখন পর্যন্ত ২০টি ম্যাচ শেষে শীর্ষ রান সংগ্রাহকদের তালিকায় বিদেশীদের জয়জয়কার। পিছিয়ে আছে দেশী ব্যাটসম্যানেরা। চার-ছক্কার ধুন্ধুমার আয়োজনে শীর্ষ রান সংগ্রাহকের মুকুট ইংলিশ ব্যাটসম্যান ডেভিড মালানের মাথায়। এক সেঞ্চুরি ও এক হাফ সেঞ্চুরি নিয়ে তিনি মোট রান করেছেন ৩০০। তার গড় ৭৫। ১৫৬.২৫ স্ট্রাইক রেটে মেরেছেন ২৬ টি চার ও ১৩টি ছক্কা। ২৫৯ রান নিয়ে এরপরই আছেন প্রোটিয়া ব্যাটসম্যান রাইলি রুশো। ১০ ছক্কা ও ৩০ চারে ১৬.৮৭ স্ট্রাইক রেট নিয়ে তিনি তুলেছেন এই রান। ক্যারিবীয় ব্যাটসম্যান চাদউইক ওয়ালটন ২৪০ রান নিয়ে আছেন তিনে। ৬০ গড়ে ১৫৬.৮৬ স্ট্রাইট রেটে তিনি হাঁকিয়েছেন ১৫টি ছয় ও ১৭টি চার। এরপরই আছেন আরেক ক্যারিবীয় ব্যাটসম্যান জনসন চার্লস। ৩৯.৩৩ গড়ে তিনি রান করেছেন ২৩৬। সর্বোচ্চ ৯০। ১৫টি ছয়ের পাশাপাশি তিনি মেরেছেন ২৬ টি চার। পাঁচে আছেন এই তালিকার একমাত্র বাংলাদেশী ব্যাটসম্যান ইমরুল কায়েস। ২৩৫ রান নিয়েছেন তিনি। ৩৯.১৬ গড়ে ১০ ছয় ও ২২ চারে এই রান সংগ্রহ তার। সর্বোচ্চ ৬২। অর্ধশত আছে ২টি। এছাড়া সেরা দশে আছেন তামিম ইকবাল (২০৪), লিটন দাস (১৮৭) ও মোহাম্মদ মিঠুন (১৭৯)।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন