বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

বোলিংয়ে দেশী ক্রিকেটারদের রাজত্ব

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ ডিসেম্বর, ২০১৯, ৭:২০ পিএম

ফাইল ছবি


বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ব্যাটিংয়ে একচ্ছত্র দাপট দেখিয়েছেন বিদেশী ব্যাটসম্যানেরা। সেখানে ব্যাটিংয়ের সম্পূর্ণ বিপরীত চিত্র বোলিংয়ে। সেখানে ১৩ উইকেট নিয়ে তালিকার সবচেয়ে উপরে চট্টগ্রামের মেহেদী হাসান রানা। তিনি ৬.৪৭ ইকোনমি রেটে বল করেছেন। নিয়ন্ত্রিত বোলিং করে প্রতি উইকেট প্রাপ্তির বিপরীতে রান খরচ করেছেন মাত্র ৯.৪৬! চার উইকেট নিয়েছেন দু’বার। এরপরই আছেন রাজশাহীর ক্যারিবীয় বোলার আন্দ্রে রাসেল। তিনি নিয়েছেন ৯ উইকেট। চার উইকেট শিকার করেছেন একবার। আফগানিস্তানের ঘূর্ণি জাদুকর মুজিব-উর-রহমান ৮ উইকেট নিয়ে আছেন এরপরেই। মাত্র ৫.০৮ ইকোনমি রেটে বল করেছেন তিনি। প্রতিপক্ষকে প্রতিনিয়তই রানের চাপে রেখে প্রতি উইকেট প্রাপ্তির বিপরীতে রান গুণেছেন ১৪.৬২। এরপর ৮ উইকেট নিয়ে পরের দুই বোলারই বাংলাদেশী। সৌম্য সরকার ও রুবেল হোসেন। কুমিল্লার হয়ে ৬ ম্যাচে সৌম্য ১৯.২৫ গড়ে নিয়েছেন এই উইকেট। তার ইকোনমি রেট অবশ্য অনেক বেশি। প্রায় দশের কাছাকাছি (৯.৭২)। অন্যদিকে ৮.০৪ ইকোনমি রেটে সমান সংখ্যক ম্যাে রুবেল পেয়েছেন ৮ উইকেট। গড় ২৩.১২। যদিও আল আমিন হোসেন, মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদরা নিজেদের সেভাবে মেলে ধরতে পারছেন না।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন