শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

সিনেমার পর ব্যবসাই হবে আমার পেশা -মাহি

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৬ ডিসেম্বর, ২০১৯, ১২:০১ এএম

সিনেমায় চিত্রনায়িকা মাহিয়া মাহির এখন কোনো ব্যস্ততা নেই। বলা যায়, বেকার বসে আছেন। তবে নিজের অনলাইন ব্যবসা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। বিষয়টি স্বীকার করে মাহি বলেন, আপাতত নতুন কোনো সিনেমায় সাইন করিনি, তাই খবর দিতে পারছিনা। খুব ভালো মানের সিনেমা না পেলে ব্যস্ত হবো না। যেনতেন সিনেমা করলে বছরে ১০টি করতে পারি। এসব সিনেমা করে এখন আর লাভ নেই। করলে বছরে একটা সিনেমা করবো, সেটা খুব ভালো মানের হতে হবে। আমি ভালো কাজের অপেক্ষায় আছি। মাহি বলেন, আমার এখন দুটো কাজ। সিনেমা আর ব্যবসা সামলানো। সিনেমার শুটিং না থাকলে পুরোটা সময় আমার ব্যবসা প্রতিষ্ঠান ভারা-তে দেই। এটা একটা অনলাইন শপ। এখানে মেয়েদের সবকিছুই পাওয়া যায়। উত্তরা ১২ নাম্বার সেক্টরে ছোট্ট একটা অফিস নিয়েছি। অনলাইনে অর্ডার এলে সেখান থেকেই বিক্রি চলে। ব্যবসা কেমন চলছে? এমন প্রশ্নের জবাবে মাহি বলেন, মাত্রই শুরু করলাম। পাঁচ মাসের মতো হলো। পোশাকের ডিজাইনগুলো আমি করি। তারপর এখান থেকে ওই ডিজাইনে গার্মেন্টস থেকে বানানো হয়। শুধু পোশাক না, নারীদের যতো প্রসাধনী সবকিছুই এখানে পাওয়া যায়। আলহামদুলিল্লাহ ব্যবসা খুব ভালো চলছে। আমি আমার ব্যক্তিগত ফেসবুকে এসব নিয়ে পোস্ট না দিলেও ভারার অফিসিয়াল একটা পেজ আছে। সেখানেই আপডেট দেই। তিনি বলেন, যখন সিনেমা থেকে চলে যাবো, তখন ভারা নিয়েই থাকবো। এই প্রতিষ্ঠানটি বড় করবো। বিভিন্ন জায়গায় শো-রুম চালু করবো। সিনেমা ছাড়লে আমার পেশা হবে ব্যবসা। এ বছর মাহির অন্ধকার জগত এবং অবতার নামে দুইটি সিনেমা মুক্তি পেলেও খুব একটা সাফল্য পায়নি। এ নিয়ে মাহি বলেন, সিনেমা ব্যর্থ হবে নাকি সফল হবে এই গ্যারান্টি কেউ দিতে পারেনা। যেখানে যেমনভাবে আমাকে ব্যবহার করা হয়েছে সেভাবেই কাজ করেছি। আর কোনো শিল্পীই চায় না, তার সিনেমা ব্যর্থ হোক। আমার চেয়ে বড় বড় স্টারদের সিনেমাও চলেনি। এ দোষ শুধু একার শিল্পীদের নয়। আমি চেষ্টা করেছি আমার দিক থেকে। একটি সিনেমায় শুধু আমি একা নই, অন্য যারা কাজ করেন তাদের উপর অনেক কিছু নির্ভর করে। আর সিনেমা হলের পরিবেশ ভালো না, সেকারণে মানুষ তো হলেই যেতে চান না। অনেক জেলায় সিনেমা হল নেই, কিন্তু দর্শক আছে। হল সংস্কার করে ওইসব এলাকায় সিনেমা প্রদর্শনের ব্যবস্থা করলে সিনেমার ব্যবসা আরও ইতিবাচক হবে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন