বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

পাটের বস্তা সরবরাহের আড়ালে ফেনসিডিলের চালান, আটক ২

সাভার থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ ডিসেম্বর, ২০১৯, ৫:২৭ পিএম

পাটের বস্তা সরবরাহের আড়ালে ফেনসিডিলের একটি চালান সরবরাহ করার সময় তল্লাশী চালিয়ে জব্দ করেছে র‌্যাব ৪ এর একটি দল। এসময় দুই মাদক কারবারিকে আটক করা হয়।

বৃহস্পতিবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারে বাসষ্ট্যান্ডে একটি পিকআপ ভ্যান তল্লাশী করে পাশের বস্তার আড়ালে রাখা ফেনসিডিল উদ্ধার করা হয়।
আটকরা হচ্ছে- চাপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার ভাটপাড়া গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে মো: সেলিম ও অপরজন একই থানার নাজিরপুর গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে মো: রাব্বানী।
র‌্যাব-৪ এর সিপিসি-২ এর অধিনায়ক মেজর শিবলী মোস্তফা জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে মাদক ব্যবসায়ীরা একটি নীল রঙের মিনি কাভার্ড ভ্যানের (রাজ মেট্রো-ন-১১-০১৯৫) মাধ্যমে ফেনসিডিল নিয়ে ঢাকায় আসছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে সাভার বাসষ্ট্যান্ডে অভিযান চালানো হয়। এসময় এক হাজার ৫৫০ বোতল ফেন্সিডিল, ০১ টি মিনি কাভার্ড ভ্যান, ০৩ টি মোবাইল সেট সহ দুই মাদক কারবারীকে আটক করা হয়।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা চাপাইনবাবগঞ্জ জেলার সীমান্ত দিয়ে ভারতীয় এই ফেনসিডিল আমদানী করে ঢাকার বিভিন্ন জায়গায় খুচরা বিক্রির কথা স্বীকার করেছে।
এ ঘটনায় সাভার মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন