বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

সাহিত্য

মসনবী শরীফ

মাওলানা জালাল উদ্দীন রূমী রহ. কাব্যানুবাদ : রূহুল আমীন খান | প্রকাশের সময় : ২৬ ডিসেম্বর, ২০১৯, ৭:৪৮ পিএম

২০২৩. কেউ বা বলে তোমার মু ধরায় কেহ নাই

রূপে গুনে দানে তুমি নযির বিহীন ভাই।

২০২৪. কেউবা বলে জগু তোমার মুঠোয় মহিয়ান
কেউবা বলে জীবন পরান সবই তোমার দান।

২০২৫. যখন দেখে তাহার তরে সবাই পাগলপারা
বক্ষ ফোলে অহংকারে, হয় সে দিশেহারা।

২০২৬. জানেনা সে এই রূপেতে পাপিষ্ট শয়তান
ধোকায় ফেলে করল হালাক কতনা ইন্্সান।

২০২৭. খোশামুদি, চাটুকারি মজার খাবার বটে
কিন্তু এতে অগ্নিভরা, এতে মরণ ঘটে।

২০২৮. লুক্কায়িত থাকে আগুন ওসব খানার মাঝ
বিব্রতকর ধূ¤্র বেরোয় সাঙ্গ হলে কাজ।

২০২৯. বলতে পার আমি কি খাই এসব মজার খানা
বলব : তুমি খাও কি, না খাও আছে আমার জানা।

২০৩০. করলে পরে নিন্দা তোমার সে সব চাটুকার
মনে তোমার সুদীর্ঘ কাল রয় বেদনা তার।

২০৩১. আশা তাহার হয়নি পূরণ বদনামি গায় তাই
জান এসব, তবু তোমার কষ্ট লাগে ভাই।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন