শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

সিএএ’র প্রতিবাদ ভাইরাল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ ডিসেম্বর, ২০১৯, ১২:০৫ এএম

ভারতে সিএএ’র প্রতিবাদ হিসাবে এবার মেকআপ টিউটোরিয়ালের ভিডিওকে বেছে নিয়েছেন মার্কিন কিশোরী। সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে যখন গোটা ভারতে তোলপাড় চলছে তখন তিনি মেকআপ ভিডিওকে কাজে লাগালেন।
সিএএ’র প্রতিবাদ জানাতে কেউ বিক্ষোভকে আন্দোলনের পথ হিসাবে বেছে নিয়েছেন। আবার কারও প্রতিবাদের ভাষা ছবি। প্রি ওয়েডিং ফটোশুটের মাধ্যমে সদ্যই প্রতিবাদে গর্জে উঠেছেন কেরালার এক দম্পতি। মার্কিন কিশোরীর প্রতিবাদই এখন সোশ্যাল মিডিয়ার হটকেক।

মার্কিন কিশোরীর নাম ফিরোজা আজিজ। তিনি মূলত মেকআপ টিউটোরিয়ালের টিকটক ভিডিওর মাধ্যমে জনপ্রিয় হয়ে ওঠেন। চীনের সরকারের সমালোচনার ভিডিও ভাইরাল হতে বিশেষ সময় লাগেনি।

জনপ্রিয়তার সঙ্গে পাল্লা দিয়েই বাড়ছে বিভিন্ন ইস্যুতে প্রতিবাদে গর্জে ওঠা। সম্প্রতি মাত্র ৪৪ সেকেন্ডের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যাতে মূলত কীভাবে ত্বকের যতœ নেওয়া যায়, সেই সংক্রান্ত আলোচনাই চলছিল।

কিন্তু আচমকাই সেই আলোচনার মাঝে চলে আসে ভারতের সংশোধিত নাগরিকত্ব আইনের প্রসঙ্গ। এই আইনের তীব্র বিরোধিতা করেন ফিরোজা। এমনকী এই আইন ভারতীয় সংবিধান বিরোধী বলেও দাবি করেন। শেষে যদিও আবার মেকআপ টিউটোরিয়াল প্রসঙ্গে ফিরে যান ফিরোজা।

উত্তপ্ত ইস্যুর বিরোধিতার এই ভিডিও ভাইরাল হতে বিশেষ সময় লাগেনি। বহু নেটিজেনের সমর্থন পেয়েছেন ফিরোজা। অনেকেই লিখেছেন, ‘দয়া করে প্রতিবাদ করা বন্ধ করবেন না।’ আবার কেউ কেউ ফিরোজার বিরোধীতাও করেছেন। ওই মার্কিন কিশোরী সিএএ সম্পর্কে সঠিকভাবে জানেন না বলেও কটাক্ষ করেছেন নেটিজেনদের একাংশ। সূত্র : ইন্ডিয়া টুডে।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন