শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

মঞ্চ ছেড়ে পালাল নেতানিয়াহু

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ ডিসেম্বর, ২০১৯, ১২:২০ এএম

গাজা থেকে রকেট হামলার আতঙ্কে সমাবেশের মঞ্চ ছাড়েন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বুধবার দেশটির দক্ষিণাঞ্চলীয় অ্যাশকেলন শহরে এই ঘটনা ঘটে। সিএনএন জানায়, একটি নির্বাচনী প্রচারণা সভায় অংশ নিয়েছিলেন ৭০ বছর বয়সী নেতানিয়াহু। মঞ্চে উঠে মাত্র দুই মিনিটের মধ্যে তাড়াহুড়ো করে মঞ্চ থেকে নেমে যান ইসরাইলি প্রধানমন্ত্রী। এই সময় তার নিরাপত্তা বাহিনীর দৌড়ঝাঁপ লক্ষ্য করা যায়। সমাবেশস্থলে অন্যরা অবস্থান করলেও ছিলেন না শুধু নেতানিয়াহু। দলের অন্যান্য নেতাকর্মীদের রেখে তিনি কক্ষ ছেড়ে চলে যান। জানা যায়, শহরটিতে গাজা থেকে বোমা হামলার সতর্কতা জারি করা হয়েছিল। এমন পরিস্থিতিতে মঞ্চ থেকে অনেকটা তাড়াহুড়া করে নেমে যান নেতানিয়াহু। তবে ১২ মিনিট পর তিনি মঞ্চে ফিরে আসেন এবং নিজের বক্তব্য শেষ করেন। বৃহস্পতিবার ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, গাজা থেকে হামাস কর্তৃক চালানো রকেট হামলা নিষ্ক্রিয় করে দেয়া হয়। হামলার প্রতিশোধ হিসেবে আজ সকালে গাজায় হামাসের সামরিক ঘাঁটিতে বিমান হামলা চালানো হয়েছে। যদিও হামলায় হতাহতের বিষয়ে কিছু জানা যায়নি। এদিকে নেতানিয়াহু এক টুইটারে জানান, ‘এর আগে যে ব্যক্তি হামলা চালিয়েছিল তাকে এখন আর নেই। এবারও যে হামলা চালিয়েছে সেও আর থাকবে না।’ ডিসেম্বরের শুরুতে ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন ইসলামিক জিহাদের একজন শীর্ষ নেতাকে সস্ত্রীক বিমান হামলা চালিয়ে হত্যা করে ইসরাইল। এই ঘটনায় ইসরাইলে একাধিক রকেট হামলা চালানো হয়। এর পাল্টা প্রতিক্রিয়ায় টানা দুই দিন রকেট ও বিমান হামলা চালায় ইসরাইল। এতে অন্তত ৩৪ জন ফিলিস্তিনি নিহত হয়। সেপ্টেম্বরেও রকেট হামলার ভয়ে তাৎক্ষণিক সমাবেশ মঞ্চ ছেড়েছিলেন ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। সেবারওক্ষুব্ধ হয়ে গাজায় হামাসের অবস্থানে ব্যাপক বিমান হামলা চালায় দেশটির সেনাবাহিনী। রয়টার্স।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন