বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

বলিউড শীর্ষ পাঁচ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৭ ডিসেম্বর, ২০১৯, ১:০৮ এএম

বলিউড শীর্ষ পাঁচ
১ দাবাঙ থ্রি
২ ‘মরদানি টু’
৩ পতি পতœী অওর উও
৪ পানিপথ
৫ দ্য বডি

দাবাঙ থ্রি
প্রভু দেবা পরিচালিত অ্যাকশন কমেডি। সিরিজের প্রথম দুই পর্বের প্রিকুয়েল।
এক বিয়ের অনুষ্ঠানে স্থানীয় গু-া হামলা করলে চুলবুল পা-ের (সালমান খান) হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। চুলবুল জানতে পারে এই গু-া মাফিয়া প্রধান বালির (সুদীপ) হয়ে কাজ করে। বর্তমানের খেয়ালি ও ব্যতিক্রমী পুলিশ চুলবুলের অতীতের এক সংবেদনশীল দিক জানা যায়। সেই সময় সে ছিল ধাক্কাড় পা-ে। খুশির (সায়ি মাঞ্জরেকার) সঙ্গে ধাক্কাড়ের পরিচয় হয়, খুশি আসলে ছিল মাক্ষির (আরবাজ খান) জন্য মায়ের পছন্দ করা কনে, কিন্তু ঘটনার পরম্পরায় ধাক্কাড় তার প্রেমে পড়ে। খুশির কারণেও ধাক্কাড় ধীরে ধীরে চুলবুল ‘রবিনহুড’ পা-ে হয়ে ওঠে। মানুষের উপকার করা, তার নিজস্ব পদ্ধতিতে আইন রক্ষা করা আর সানগ্লাস কলারের পেছনে গুঁজে রাখার কারণগুলো একে একে তার জীবনধারায় যোগ হয় আর সেসবের পিছে খুশির প্রভাব প্রকাশ পায়।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন