‘লাল সিং চাড্ডা’র জন্য কারিনা কাপুর খান তার ক্যারিয়ারে প্রথম বারের মত অডিশন দিয়েছেন। অভিনেত্রীটি জানিয়েছেন শুধু আমির খানের জন্যই তিনি স্ক্রিনিং প্রক্রিয়ায় অংশ নেতে রাজি হয়েছিলেন। টম হ্যাঙ্কস অভিনীত ১৯৯৪ সালের ‘ফরেস্ট গাম্প’ চলচ্চিত্রের বলিউড সংস্করণ ‘লাল সিং চাড্ডা’ পরিচালনা করছেন অদ্বৈত চন্দন এবং আমির এতে কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করছেন। কারিনা বলেন : “সম্ভবত ‘লাল সিং চাড্ডা’র জন্যই আমি ক্যারিয়ারে প্রথমবারের মত অডিশন দিয়েছি। আমির খান না হলে আমি কোনও ধরনের চলচ্চিত্রের জন্য অডিশন দিতামই না।” ‘থ্রি ইডিয়টস’-এর পর কারিনা আরেকবার আমিরের বিপরীতে কাজ করছেন। “তিনি সম্ভবত ভারতীয় চলচ্চিত্রের জন্য এক বিশাল ব্যক্তিত্ব। এমন প্রতিশ্রুতিবদ্ধ, প্রতিভাবান অভিনয়ে শক্তিশালী মানুষের সঙ্গে কাজ করা এক বড় সম্মান,” ৩৯ বছর বয়সী অভিনেত্রীটি বলেন। কারিনা জানান ১৯৮৯ সালের ‘রাখ’ থেকেই তিনি আমিরের ক্যারিয়ার অনুসরণ করছেন। “আমি তার বড় ভক্ত। তিনিই এ ক্ষেত্রে একমাত্র অভিনেতা। তার কাছে এলে আমি আড়ষ্ট হয়ে যাই, কেও তা বিশ্বাস করবে না। কারণ তিনি আমির নন, তিনি সবসময়ই নিজেকে বদলে অন্য কেও হয়ে যান। ৩০-৩৫ বছর পরও এই ক্ষমতা বজায় রাখতে পারা অবিশ্বাস্য,” তিনি আরও বলেন। এই শুক্রবার কারিনা অভিনীত ‘গুড নিউজ’ ফিল্মটি মুক্তি পেয়েছে; এতে আরও অভিনয় করেছেন অক্ষয় কুমার, দিলজিত দোসাঞ্জ এবং কিয়ারা আডবানি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন