লেবাননে রমজান উদযাপনে ফুটে ওঠে ঐতিহ্য
ইনকিলাব ডেস্ক : পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ রমজান মাসে নিজেদের ঐতিহ্যকে প্রাধান্য দিয়ে থাকেন। একেক এলাকার মানুষ ইফতারিতে একেক ধরনের খাবার ভালোবাসেন। তাদের ইফতারির টেবিল সেজে ওঠে রকমারি দেশী স্বাদের খাবারে। ইফতারে যত কিছু খাওয়া হোক না কেন মুড়ি না থাকলে যেন বাংলাদেশীদের ইফতারে পূর্ণতা আসে না। সউদী আরবে খেজুরের সাথে থাকে বিশেষ ধরনের রুটি, গাওয়া, চা ইত্যাদি। তেমনি লেবাননের রাজধানী বৈরুতের পুরনো অংশের মানুষের পছন্দ প্যানকেক। উত্তরের বন্দরনগরী ত্রিপোলীর স্থানীয় ভাষায় যাকে বলে ‘কাতায়েফ’।
শুধু খাবারদাবার নয়, রমজানের শুরু থেকে বৈরুতের পুরনো শহরে রাতের বেলা জ্বালানো হয় বিশেষ ধরনের লণ্ঠন, রঙবেরঙের বাতির ঝলকানি আর ঐতিহ্যবাহী সাজসজ্জা। ইতিহাসবিদদের নিয়ে বিশেষ ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয় রমজান উপলক্ষে। সেখানে ঐতিহাসিকরা নানা অঙ্গভঙ্গিসহ নানা ধরনের ইতিহাস বর্ণনা করে থাকেন। জনগণ অত্যন্ত আগ্রহ নিয়ে জনপ্রিয় এসব আয়োজনে অংশ নেয়। সূত্র : সিনহুয়া।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন