বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

মহানগর

মধুর ক্যান্টিনের সামনে পর পর তিনটি ককটেল বিস্ফোরণ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ ডিসেম্বর, ২০১৯, ১:২৩ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে আবারও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ রোববার সকাল সাড়ে ৯টার পর পর তিনটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। তবে কে বা কারা এ ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

এর আগে গত বৃহস্পতিবার মধুর ক্যান্টিনের সামনে থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়।

গত রোববার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবনের মূল গেট বন্ধ করে ভিপি নুরুল হক নুর ও তার সহযোগীদের ওপর হামলা করে ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা। এতে নুর, ফারাবী ও সোহেলসহ অন্তত ৩০ জন আহত হন।

ওই ঘটনার পর উত্তাল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। হামলায় জড়িতদের গ্রেফতারের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন সাধারণ শিক্ষার্থীরা। ঘটনা নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য দেয় ছাত্রলীগ-মুক্তিযুদ্ধ মঞ্চ ও ডাকসু ভিপি নুরুল হক নুর নেতৃত্বাধীন সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
** হতদরিদ্র দীনমজুর কহে ** ২৯ ডিসেম্বর, ২০১৯, ২:২৪ পিএম says : 0
এ বিস্ফোরন কেনো?কারা করেছে?এদের পরিচয়? এরা বিএনপি?না কি আওয়ামী লীগ ? না কি ষড়যন্ত্রকারি তৃতীয় কোনো শক্তি? সত্যি আজ জানতে ইচ্ছে করে।দুই সিটির নির্বাচন সামনে রেখে মধুর কেন্টিনে /বিএনপি অফিসে ককটেল বিস্ফোরন কেন? কি কারন???
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন