শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

সোমালিয়ায় হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৯০

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ ডিসেম্বর, ২০১৯, ২:৫০ পিএম

সোমালিয়ায় গাড়িবোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯০ জনে। এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
গতকাল শনিবার সকালে দেশটির রাজধানী মোগাদিসুতে পুলিশের একটি তল্লাশি চৌকির সামনে এ হামলা হয়। হামলায় নিহতদের বেশিরভাগই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। আছেন শিশু ও পুলিশসহ তুরস্কের দুই নাগরিকও।
এ হামলায় বিধ্বস্ত হয় অনেক গাড়ি। কর্তৃপক্ষ বলছে, হামলার লক্ষ্য ছিল শুল্ক আদায় কার্যালয়। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। তবে সরকারি কর্মকর্তারা হামলার পেছনে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন আল কায়েদা সংশ্লিষ্ট আল-শাবাবকে সন্দেহ করছেন।
গত দুবছরের মধ্যে এটাই সোমালিয়ায় সবচেয়ে বড় হামলা। তাৎক্ষণিকভাবে এই হামলাার দায় স্বীকার করেনি কেউ। তবে জঙ্গি সংগঠন আল কায়েদা সংশ্লিষ্ট আল-শাবাবকে হামলার জন্য দায়ী করেছেন মোগাদিশুর সিটি মেয়র।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন