শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

বলিউড শীর্ষ পাঁচ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩০ ডিসেম্বর, ২০১৯, ১২:০২ এএম


১ দাবাঙ থ্রি
২ ‘মরদানি টু’
৩ পতি পত্নী অওর উও
৪ পানিপথ
৫ মামাঙ্গাম

মামাঙ্গাম
এম পদ্ম কুমার পরিচালিত মালয়ালম পিরিয়ড অ্যাকশন ফিল্ম হিন্দি ডাব সংস্করণ।
মালাবার অঞ্চলের ভাল্লুভানাডু সম্প্রদায়ের কিছু বঞ্চিত পরিবারের গল্প। কয়েক শত বছরে আগে এই সম্প্রদায়ের পূর্বপুরুষরা জামোরিনদের দ্বারা প্রতারিত হয়ে তাদের জমি ও বাসস্থান হারায়। এই প্রজন্মে এই সম্প্রদায়ের তরুণরা প্রতিশোধ নেয়ার শপথ নেয়। চন্দ্রোথ পরিবারের এক অংশ চাবেরুকাল নামে এক যোদ্ধার দল গঠন করে যারা তাদের জমি আর জামোরিন স্বৈরশাসক সমুদ্রকে পদচ্যুত করার জন্য এমনকী জীবন দেয়ার জন্য শপথ নেয়। পরিবারের প্রধানরা সবচেয়ে দক্ষ দুই যোদ্ধা চন্দ্রোথ পানিক্কার (উন্নি মুকুন্দগন) এবং চন্দোথ চানথিন্নিকে (মাস্টার অছুথান) এই মিশনে পাঠায়। এক দিকে পরিবারে পুরুষরা তাদের মর্যাদা ও অদিকার উদ্ধারে তাদের যেমন সমর্থন দেয় অন্য দিকে তরুণদের মায়েরা তাদের এই ত্যাগ মেনে নিতে পারে না। ৩০ হাজার জামোরিন সেনার বিরুদ্ধে দুই তরুণের নেতৃত্বে ১২ বছরের যুদ্ধের পর তারা তাদের অধিকার প্রতিষ্ঠায় সক্ষম হয়।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন