শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

সুন্দরবনে সিদ্দিক বাহিনীর প্রধানসহ ৩ দুস্য আটক

সাতক্ষীরা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ ডিসেম্বর, ২০১৯, ১:২৯ পিএম | আপডেট : ১:৩১ পিএম, ৩০ ডিসেম্বর, ২০১৯

সুন্দরবনের জেলে-বাওয়ালীদের নৌকায় ডাকাতির প্রস্তুতিকালে দস্যু সিদ্দিক বাহিনীর প্রধান সিদ্দিকসহ তিন দস্যুকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৬) এর সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা।


এ সময় তাদের কাছ থেকে তিনটি পাইপগান, ১৫ রাউন্ড কার্তুজ ও দুটি রাম দা জব্দ করা হয়েছে।

সোমবার (৩০ ডিসেম্বর) বেলা ১১টায় র‌্যাব-৬ এর অধিনায়ক লে. কর্নেল সৈয়দ মোহাম্মদ নূরুস সালেহীন সাতক্ষীরা ক্যাম্পে প্রেস ব্রিফিং করে সাংবাদিকদের এ তথ্য জানান।

প্রেস ব্রিফিংয়ে বলা হয়, রোববার দিবাগত রাত আড়াইটায় সিদ্দিক বাহিনীর প্রধান সিদ্দিকের নেতৃত্বে একদল দুস্য সুন্দরবনে জেলে-বাওয়ালীদের ট্রলারে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক এএসপি শাহিনুর ইসলামের নেতৃত্বে র‌্যাবের একটি দল খুলনার কয়রা উপজেলার মহেশ্বরীপুরে অভিযান চালায়। এ সময় দস্যু সিদ্দিক বাহিনীর প্রধান সাতক্ষীরার শ্যামসগর উপজেলার মুন্সীগঞ্জের জুম্মান আলীর ছেলে সিদ্দিকুর রহমান (৩০), কালিঞ্চির আকবার আলী দফাদারের ছেলে আব্দুল্লাহ সরদার (৩৩) ও হরিনগরের আহম্মদ সরদারের ছেলে মহিদুল ইসলামকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে তিনটি পাইপগান, ১৫ রাউন্ড কার্তুজ ও দুটি রাম দা জব্দ করা হয়।

তাদের সঙ্গে ভারতে পালিয়ে থাকা জিয়া বাহিনীর সম্পৃক্ততা রয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে আটক দস্যুরা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন