বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

নেটিজেনদের ইংরেজি নববর্ষের শুভেচ্ছা

শাহেদ নুর | প্রকাশের সময় : ১ জানুয়ারি, ২০২০, ১১:৫৮ এএম

২০১৯ শেষে উদিত হলো নতুন সূর্য। এলো আরেকটি বছর। ২০২০ সাল। পুরাতনকে পাল্টে জায়গা করে নিলো নতুন ক্যালেন্ডার। পুরনো বছরের সকল পাওয়া না পাওয়ার গ্লানি মুছে নতুন বছরকে স্বাগত জানাচ্ছে সবাই। অতীতের সকল ভুল শুধরে নতুন করে বাঁচার প্রত্যয় ব্যক্ত করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে লেগেছে সেই দোলা। নতুন বছরকে ঘিরে নেটিজেনরা লিখছে তাদের নতুন চিন্তা-ভাবনার কথা। স্বাগত জানাচ্ছে ইংরেজি নববর্ষকে। একে অপরকে পাঠাচ্ছে নতুন বছরের শুভেচ্ছা ।

অভিনেতা আনিসুর রহমান মিলন তার ফেইসবুকে লিখেন, ‘নতুন বছরের শুভেচ্ছা। চলে যাওয়া মানে ফুরিয়ে যাওয়া না, বছর শেষে এই উপলদ্ধি আমার মনে। আর একটি নতুন বছর শুরু হলো জীবনের, সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা, কি পেয়েছি কি হারিয়েছি হিসেব করাটা অমূলক কেবল বলবো আসে দিন ভালো। বছর জুড়ে নানান ঘটন অঘটন দিয়েই পার করতে হয় এইটা জীবন। তবুও নতুন আশা নিয়ে নতুন ভাবনা নিয়ে মানুষ বেঁচে থাকে এগিয়ে চলে সামনের পথ, আমিও চলবো সেই আলোরবিন্দুকে টার্গেট করে, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। বিগত বছরের ভুলগুলো সংশোধন করে পরিবার নিয়ে ভালো থাকবেন এই প্রত্যাশা, ২০২০ সাল সবার জীবন ভালো কাটুক।’

‘স্বাগত ২০২০। নতুন বছর, নতুন স্বপ্ন। চাই পরিপূর্ণ গণতন্ত্র। সুস্থ রাজনীতি।’ - নতুন বছরে সাংবাদিক কামরুল হাসানের চাওয়া।

সবাইকে শুভেচ্ছা জানিয়ে এমডি জসিম উদ্দিন চৌধুরী লিখেন, ‘সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। সুন্দর একটা বছর এবং সুন্দর হোক প্রতিটি দিন প্রতিটি মুহূর্ত। হ্যাপি নিউ ইয়ার ২০২০।’

‘নতুন বছরের পদধ্বনি। সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। নতুন বছর আপনাদের জন্য বয়ে আনুক অনাবিল আনন্দ, সুখ, শান্তি ও সুস্বাস্থ্য। শুভ ইংরেজি নববর্ষ।’ - লিখেছেন নীরা হক।

বিপাশা কবির সেতু লিখেন, ‘শত ব্যর্থতায় বছর শেষ হলেও আগামী বছর মনের মত করে প্রত্যাশা, প্রাপ্তির হিসেব মিলিয়ে ভালো কাটুক সকলের! হ্যাপি নিউ ইয়ার!’

‘নতুন বছর আসুক নিয়ে নতুন নতুন আশা, পৃথিবীতে ছড়িয়ে দিক শুধুই ভালোবাসা। হানা-হানি, ভেদাভেদ সব কিছু ভুলি, এসো সবাই মিলে মিশে সৎ পথে চলি। ’ - রাসেল আদনানের আহ্বান।

নতুন বছরের ক্যালেন্ডারের ছবি প্রকাশ করে কাজী আশরাফুল ইসলাম লিখেন, ‘সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। বছরের প্রতিটি দিন সকল মানুষের ভালো কাটুক। ‘

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন