শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ময়মনসিংহে সাড়ে ৩ কোটি বই বিতরণ

ময়মনসিংহ ব্যুরো | প্রকাশের সময় : ১ জানুয়ারি, ২০২০, ৭:৩৪ পিএম

সুষ্ঠুভাবে লেখাপড়া করে সুনাগরিক হয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নতুন প্রজন্মকে প্রস্তুতি নেয়ার আহবান জানিয়ে ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ে বই বিতরণ উৎসবের শুভ উদ্বোধন করেছেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার খোন্দকার মোস্তাফিজুর রহমান। বুধবার সকালে ময়মনসিংহ জিলাস্কুল মাঠে এক আনন্দঘন ও উৎসবমূখর পরিবেশে আনুষ্ঠানিকভাবে বই বিতরণ উৎসব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান।

জানা যায়, ময়মনসিংহ বিভাগে মোট ৮৩ লাখ ২৫ হাজার ৯৫১জন শিক্ষার্থীর মাঝে মোট ৩ কোটি ৬৩ লাখ ৬৪ হাজার ২২৪টি বই বিতরণ করা হয়। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. গাজী হাসান কামাল, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিভাগীয় পরিচালক অধ্যাপক মোঃ আজহারুল হক, আঞ্চলিক উপ-পরিচালক আবু নূর মোঃ আনিসুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম, জিলাস্কুলের প্রধান শিক্ষিকা মোহসীনা বেগম প্রমূখ। এছাড়াও ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু নগরীর প্রিমিয়ার আইডিয়াল হাইস্কুলে এবং জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান বিদ্যাময়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ উৎসবের উদ্বোধন করেছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন