মহান বিজয় দিবস উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ‘আঁকো তোমার বিজয়’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করেছে আরএফএল গ্রুপের গৃহস্থালী প্লাস্টিক সামগ্রী ও ইলেকট্রনিক্স হোম অ্যাপ্লায়েন্সের বিক্রয় কেন্দ্র ‘বেস্ট বাই’। বৃহষ্পতিবার (২ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
উত্তরা-১৪ নম্বর সেক্টরে ‘বেস্ট বাই’ শোরুমে প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন দেশের প্রথিতযশা চিত্রশিল্পী বীরেন সোম।
এবারের প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হয়েছেন ঢাকার আবরার হাসিন আরাবী। তিনি পেয়েছেন বেস্ট বাই এর পক্ষ থেকে ৪০ হাজার টাকার ক্যাশ ভাউচার। এছাড়া দ্বিতীয় ও তৃতীয় বিজয়ী হয়েছেন যথাক্রমে নজম উল ওলামা ও পরিজাত চন্দ্র। তারা পেয়েছেন যথাক্রমে ২০ও ১০ হাজার টাকার ক্যাশ ভাউচার। এছাড়া ৩৭ প্রতিযোগীকে দেয়া হয়েছে এক হাজার টাকার ক্যাশ ভাউচার। প্রতিযোগিতার সহযোগী ছিল জনপ্রিয় স্টেশনারী ব্র্যান্ড ‘গুডলাক’।
তৃতীয় বারের মতো আয়োজিত ‘আঁকো তোমার বিজয়’ চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ২০১৯ সালের ৫ নভেম্বর থেকে ৫ ডিসেম্বরের মধ্যে সারাদেশ থেকে ১২শ’ শিশু তাদের আঁকা ছবি জমা দেন। সেখান থেকে বাঁছাই করে সেরা ৪০ জনকে চূড়ান্ত পর্বের জন্য ডাকা হয়। চূড়ান্ত প্রতিযোগিতায় এসব শিশুদের পুনরায় আঁকা ছবি দেখে সেরা তিন বিজয়ীকে পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে বেস্ট বাই এর প্রধান পরিচালন কর্মকর্তা রাহাত জাহান শামীম, হেড অফ সেলস আতিকুর রহমান, হেড অব মার্কেটিং মেহেদী হাসান ও ডেপুটি ব্র্যান্ড ম্যানেজার মো. ওয়াহিদুজ্জামানসহ প্রতিষ্ঠানটির উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন