শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

স্বাস্থ্য

কৃত্রিম চক্ষু প্রতিস্থাপন

অধ্যাপক ডা. মোঃ সাইফুল ইসলাম | প্রকাশের সময় : ২ জানুয়ারি, ২০২০, ৮:৪৩ পিএম

বাংলা সাহিত্যের এক অমূল্য শব্দ চোখ। চোখ নিয়ে ভাবুকের অন্ত নেই। কি লেখক, কি গবেষক, কি কবি, কি গীতিকার, এমনকি শিল্পীও তার কণ্ঠে তুলে এনেছেন এক অপূর্ব শৈল্পিকতার স্পর্শ। পড়ে না চোখের পলক, চোখের জ্বলে আমি ভেসে চলেছি, চোখ যে মনের কথা বলে নতুবা পাখির নীড়ের মতো ওই দুটি চোখ। কেউবা চোখকে ভেবেছেন ডাগর ডাগর, কেউ কাজল কালো, কেউ ভোমরার মতো ওই দুটি, আবার কেউবা এঁকেছেন স্বপ্নিল ছন্দে। ‹চোখ যে মনের কথা বলে...› গানটি যখন মৃদু হাওয়ায় ভেসে আসে, তখন স্বপ্নেরা তাড়িত হয় মনেরও গহিনে। এ মনের গহিনে যে চোখটি থাকে, তার মধ্যেই থাকে সত্যিকারের আলো। যার চোখ নেই, সে-ই বোঝে চোখের কদর। সোনা, হীরা, রুপার চেয়ে অন্ধজনের কাছে চোখ এক মহামূল্যবান অঙ্গ। এ চোখের মাধ্যমেই প্রতিফলিত হয় ব্যক্তিত্ব, মনের যন্ত্রণা, দুঃখ, কষ্ট। মানব সমাজে চোখ হারানোর অনেক কারণ রয়েছে। কেউ জন্মগত অন্ধ, কেউ অসুস্থতাজনিত কারণে চোখ হারায়, কেউবা আঘাত-দুর্ঘটনা, আবার কেউবা মানব সভ্যতার অমানবিক হিংস্রতার কারণেও চোখ হারায়। চোখ হারানো বা অন্ধজন ব্যক্তির কত যে দুঃখ-কষ্ট থাকে, তা কেবল ভুক্তভোগী ব্যক্তিই অনুধাবন করেন। এত দুঃখ-কষ্টের মধ্যেও জীবন থেমে থাকে না। কেউ চায় শুধু চশমা নয়, চোখটা কৃত্রিমভাবে প্রতিস্থাপিত করতে। কিন্তু কীভাবে? বাংলাদেশের মতো দরিদ্র দেশে চোখের প্রতিস্থাপন একটি ব্যয়বহুল প্রক্রিয়া। আর দরিদ্র হলে তো কল্পনাই করা যায় না।

তবু একেবারে নষ্ট হয়ে যাওয়া চোখের রোগীরা আসেন কৃত্রিম চোখ প্রতিস্থাপন করতে। যারা আসেন, তাদের অনেকেরই অসুখের কারণে চোখ নষ্ট হয়েছে কারও কারও ভুল চিকিৎসা বা আঘাতের কারণে। একজন রোগীর চোখের অবস্থা দেখে কৃত্রিম চোখ প্রতিস্থাপন করতে হয়, যা দেখতে হুবহু আসল চোখের মতোই এবং যাতে পার্শ্বপ্রতিক্রিয়া নেই। আজকাল বাজারে এক ধরনের কৃত্রিম চোখ কিনতে পাওয়া যায়, যা উন্নত ও নিখুঁত নয়। কৃত্রিম চোখ প্রতিস্থাপন করতে হলে মনে রাখতে হবে, তা যেন আন্তর্জাতিক মানের হয়। আমাদের পাশের দেশ থাইল্যান্ডে উন্নত মানের কৃত্রিম চোখ তৈরি হয়।
চোখ প্রতিস্থাপন করা সহজ পদ্ধতি নয়। কেবল প্রশিক্ষণ প্রাপ্তরাই এ প্রতিস্থাপন করতে পারেন। চোখের ছানি, মনির রঙ, চেহারা, কম ও বেশি বয়সীদের বর্তমান এবং ভবিষ্যতের কথা চিন্তা করে চোখ প্রতিস্থাপন করা জরুরি। কেননা শিশুদের জৈবিক বৃদ্ধিজনিত কারণে চোখের গোলক বড় হয়ে নড়ে যেতে পারে। শুধু চোখই নয়, আজকাল কৃত্রিম নাক, কান ও হাতের আঙুলও কৃত্রিমভাবে প্রতিস্থাপিত হচ্ছে যা দুর্ঘটনায় হারানো মানুষের অঙ্গ প্রস্ফুটিত করছে। আপনার চোখ থাকুক নিরাপদে, চোখের আলো প্রসারিত হোক দিগন্তজুড়ে।
কৃত্রিম চক্ষু বিশেষজ্ঞ ও বিভাগীয় প্রধান
ইউনিভার্সিটি ডেন্টাল কলেজ ও হাসপাতাল, ঢাকা।
কৃত্তিম চক্ষু প্রতিস্থাপন কেন্দ্র ও প্রস্থো ডেন্টাল
ফ্লাট বি-৪,বাসা-৪৩, রোড- ২৭ ধানমন্ডি,ঢাকা।
সেল-০১৭১৪৪৫২২১৯।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (11)
রুনা আক্তার ১৩ অক্টোবর, ২০২২, ৩:২৩ এএম says : 0
কৃত্রিম চোখ লাগাতে কত টাকা খরছ হবে।এটা কোন জায়গায় করাতে হবে।
Total Reply(0)
মামুন ১১ আগস্ট, ২০২০, ৭:৪০ পিএম says : 0
কৃতিম চোখ লাগাতে খরচ কেমন।
Total Reply(0)
H. M. ANWAR ১৩ আগস্ট, ২০২০, ৫:০৫ পিএম says : 0
কৃত্রিম চোখ সুস্থ চোখের সাথে মিল রেখে আমাকে তৈরি করে দিবেন। তাতে খরচ কতো হবে। আমাকে একটু বিস্তারিত তথ্য দিয়ে সাহায্য করুন প্লিজ ।
Total Reply(0)
Md kabir ১ নভেম্বর, ২০২০, ৮:২৬ পিএম says : 0
কৃত্তিম চোখ দিয়ে দেখা যায়। খরচ কেমন জানালে ভালো হয়।
Total Reply(0)
Tamanna ৬ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৬ এএম says : 0
Amak Amer asol coker satha mil raikha Valo manner kittim cok Bania deta parben
Total Reply(0)
Shakil Hossain ২৩ ফেব্রুয়ারি, ২০২২, ৬:৪২ পিএম says : 0
কৃত্রিম চোখ লাগাতে খরচ কেমন পরবে
Total Reply(0)
Md kashem ৫ মার্চ, ২০২২, ১০:০৩ পিএম says : 0
কূএিম চোখ লাগাতে কত খরচ হতে পারে
Total Reply(0)
নাজিম ২৪ মার্চ, ২০২২, ১১:১০ এএম says : 0
চোখ লাগাতে কত খরচ লাগবে।
Total Reply(0)
মোঃ জহিরুল ইসলাম ১৭ মে, ২০২২, ৬:৩০ পিএম says : 0
বাংলাদেশে চোখ সার্জারি ও কৃত্রিম চোখ লাগানো হয় ও কেমন খরজ হবে একটু বলবেন প্লিজ
Total Reply(0)
Yousuf ২৩ মে, ২০২২, ৭:৩৪ এএম says : 0
আমি কনিয়া অপারেশন করাবো মোট খরচ কত পরবে
Total Reply(0)
Esmail ১৬ নভেম্বর, ২০২২, ৮:১৫ এএম says : 0
কৃত্রিম চোখ বসাতে কত দিন লাগবে?? আর সবচেয়ে ভালো মানের চোখ বসাতে কত খরচ হবে?? প্লিজ রিপ্লে দিবেন।
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন