বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

সাহিত্য

মসনবী শরীফ

মাওলানা জালাল উদ্দীন রূমী রহ. কাব্যানুবাদ : রূহুল আমীন খান | প্রকাশের সময় : ২ জানুয়ারি, ২০২০, ৯:০৭ পিএম

মসনবী শরীফ
মাওলানা জালাল উদ্দীন রূমী রহ.
কাব্যানুবাদ : রূহুল আমীন খান
২০৩২. তোষামোদে তাহার যেরূপ মনেতে পাও সুখ
তেমনি তাহার নিন্দাতেও অন্তরে পাও দুখ।

২০৩৩. তোষামোদের ক্রিয়া থাকে হৃদে বিরাজমান
উজ্জীবিত করে অহংÑ ধোকায় ফেলে প্র্রাণ।

২০৩৪. ¯তি-স্বাদ মিষ্টি বলে স্থিতি তার নাই
গালির মজা তিক্ত অতি যায়না ভোলা তাই।

২০৩৫. কুইনাইনের মুই যাহা তিক্ত জিভে লাগে
সে স্বাদ কভু যায়না ভোলা, কেবল মনে জাগে।

২০৩৬. হালুয়া খেলে মজা তাহার সুদীর্ঘ না হয়
কারণ সেতো তিক্ত কটু বরির মু নয়।

২০৩৭. দৃশ্যপটে রয়না বটে গুপ্ত ভাবে রয়
বিপরীতের দ্বারাই বিপরীতের পরিচয়।

২০৩৮. মিষ্টি খেতে মজা তবু যায় সে মজা ভুলে
ঘুচে গেলেও ফোঁড়ার জ্বালা স্মৃতিতে রয় ঝুলে।

২০৩৯. পাচন তেতো স্বাদের তবে খুব ভাল তার ফল
ভেতর তাতে বিশুদ্ধ হয় বিমুক্ত জঞ্জাল।

২০৪০. ফারাও বনে তারীফে নফ্স, গোলাম বনো তার
বিনয়ী হও, লাঞ্ছিত হও, হয়ো না সর্দার।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন