বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ঘুষ ভাগাভাগি নিয়ে চার পুলিশের মারামারি

প্রকাশের সময় : ২৮ জুন, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : পুলিশ ঘুষ খায়, এটা নতুন কোনো তথ্য নয়। প্রকাশ্যেই বহু পুলিশ সদস্যকে ঘুষ খেতে দেখা যায়, অন্তত ভারতীয় উপমহাদেশে। তবে ঘুষের ভাগাভাগি নিয়ে পুলিশ সদস্যদের মধ্যে প্রকাশ্যে মারামারির ঘটনা বিরল। এমনই এক কা- ঘটিয়েছেন লখনৌয়ের চার পুলিশ সদস্য। তারা গুরুত্বপূর্ণ একটি রাস্তার মোড়ে গত রোববার সকালে ট্রাক ও অন্যান্য যানবাহ থেকে ঘুষ বা চাঁদা নেয়। এরপর সেটার ভাগাভাগি নিয়ে মারামারিতে লিপ্ত হয়। এ ঘটনার ভিডিও ইন্টারনেটে ফাঁস করে দেয়া হয়েছে। ভিডিওতে দেখা যায়, দুজন পুলিশ সদস্য তাদের হাতকে মারামারির জন্য স্বাধীনভাবে ব্যবহার করছেন। তাদের মারামারি, ধস্তাধস্তিতে একজন পুলিশ সদস্যকে লুটিয়ে পড়তে দেখা যায়। অন্য দুজন তাদের থামাতে চেষ্টা করেন। কিন্তু তাতে ব্যর্থ হয়ে হাতে লাঠি তুলে নেন। এরপর সেখানে উপস্থিত হন পুলিশের পঞ্চম সদস্য, যিনি একজন কর্মকর্তা। তিনিও তাদের নিবৃত্ত করার চেষ্টা করেন।  প্রত্যক্ষদর্শীরা বলেছেন, একজন পুলিশ চাঁদাবাজি করার পর তা অন্যদের সাথে ভাগাভাগি করতে অস্বীকৃতি জানালে মারামারির সূত্রপাত্র। এ ঘটনায় বীরেন্দ্র যাদব নামে এক পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে। তবে পুলিশের পক্ষ থেকে ঘটনাটি অস্বীকার করা হয়েছে। সূত্র : এনডিটিভি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন