শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

ফেনী-ছাগলনাইয়া-বক্সমাহমুদ রুটে বাস চালু

ছাগলনাইয়া (ফেনী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ জানুয়ারি, ২০২০, ১২:২৬ এএম

ফেনীর পূর্বালের যাত্রীদের সুবিধার্থে ফেনী শহর থেকে ছাগলনাইয়া উপজেলা ও বক্সমাহমুদ বাজার পর্যন্ত যাত্রীবাহী বাস চালু করা হয়েছে। গত বুধবার বিকালে সার্ভিসটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী। ফেনী চেম্বার অব কমার্সের সভাপতি আইনুল কবির শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামান, ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরীন সুলতানা, ছাগলনাইয়া উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহের। জেলা পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন বুলবুলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের পরিবহন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জানা যায়, দীর্ঘ দেড় যুগ ধরে ফেনীর পূর্বালের যাত্রীবাহী বাস বন্ধ থাকায় এসব এলাকার সাধারণ মানুষ জেলা শহরের যোগাযোগের জন্য সিএনজি চালিত অটোরিক্সা নির্ভর হয়ে পড়ে। এতে তারা ইচ্ছা মাফিক ভাড়া আদায় শুরু করে সিএনজি চালকরা। এতে করে যাত্রী হয়রানি ও ভোগান্তি দিনদিন বাড়তে থাকে। গত কয়েকমাস ধরে বিষয়টির সমাধানে স্থানীয় যাত্রীরা এ সড়কে যাত্রীবাহী বাস চালুর দাবিতে স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্বারকলিপি প্রদান করেন। এর প্রেক্ষিতে গত বুধবার জিলানী পরিবহন মিনিবাস সার্ভিস থেকে ১০টি বাস দিয়ে এ সড়কে যাত্রীবাহি বাসের চালু করা হয়। ভাড়া নির্ধারণ করা হয় ১৫ টাকা। ফেনী সরকারি কলেজের শিক্ষার্থী আলভী জানান, প্রতিদিন কলেজে যাতায়াতে তার ১শ’ টাকার বেশি ভাড়া দিতে হত। বাস চালু হওয়া তার এখন ৩০ টাকা হলেই কলেজে যাতায়াত সম্ভব হবে। ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল জানান, যাত্রীদের দাবির প্রেক্ষিতে এমপি মহোদয়ের নির্দেশনার আলোকে এ রুটে যাত্রীবাহী বাস চালু করা হয়েছে। এটি মনিটরিংয়ের জন্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের দায়িত্ব দেয়া হয়েছে। সার্ভিসের বিষয়ে যে কোনো প্রকার অভিযোগ পাওয়ার সাথে সাথে ব্যবস্থা নেয়া হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন