শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

স্টেজ শো দিয়ে কণার নতুন বছর শুরু

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ৩ জানুয়ারি, ২০২০, ১২:২৬ এএম | আপডেট : ১২:৩০ এএম, ৩ জানুয়ারি, ২০২০

এখন সঙ্গীতশিল্পীদের স্টেজ মৌসুম চলছে। শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী কণাও স্টেজ শো নিয়ে ব্যস্ত। একের পর এক স্টেজ শো করতে হচ্ছে তাকে। বছরের শুরুতেই স্টেজ শো নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন তিনি। আজ রাজশাহী’তে, ৫ জানুয়ারি ময়মনসিংহ’সহ একটানা আরো অন্যান্য জেলায় তিনি স্টেজ শো’ নিয়ে ব্যস্ত থাকবেন। এদিকে সাফি উদ্দিন সাফির ‘সিক্রেট এজেন্ট’ নামে একটি গানে কন্ঠ দিয়েছেন কণা। এগানটি লিখেছেন কবির বকুল এবং সুর সঙ্গীত করেছেন ইমন সাহা। এতে কনার সঙ্গে গেয়েছেন ইমরান। কণা বলেন, আল্লাহর অশেষ রহমতে গত বছর খুব ভালো কেটেছে। আমার শুভ কামনা সবার জন্য যেন নতুন বছরটাও সবার ভালো কাটে। আমার বছরের শুরুটা হয়েছে স্টেজ শো’ দিয়ে। আশা করছি, এ বছরটা ভালো কাটবে আমার। সবার দোয়া প্রত্যাশী আমি।’ এদিকে কণা মিরপুর ডিওএইচএস’এর শপিং কমেপ্লেক্সের দশম তলায় শিশুদের জন্য প্লে হাউজ’র যাত্রা শুরু করেছেন। শিশুদের জন্য নিরাপদ খেলার জায়গা হিসেবেই এর যাত্রা শুরু হয়েছে। অভিভাবকদের প্রতি তাদের বাচ্চাদের নিয়ে এই প্লে-হাউজে যাবার জন্য কণা অনুরোধ করেছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন