মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

দুদক কর্মচারিদের প্রথম অপরাধই হবে শেষ অপরাধ ইকবাল মাহমুদ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩ জানুয়ারি, ২০২০, ১২:৫৬ এএম

 দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মচারিদের প্রথম অপরাধই হবে শেষ অপরাধ। দ্বিতীয়বার অপরাধ করার সুযোগ পাবেন না। এটিই দুদকের প্রশাসনিক কৌশল। এ মন্তব্য করেছেন সংস্থার চেয়ারম্যান ইকবাল মাহমুদ। গতকাল বৃহস্পতিবার সেগুনবাগিচাস্থ দুদক কার্যালয়ে নবনিযুক্ত কর্মচারিদের ওরিয়েন্টেশন প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন।
নবনিযুক্ত কর্মচারিদের উদ্দেশ্যে দুদক চেয়ারম্যান আরো বলেন, যেভাবে ঘুষ-দুর্নীতি-তদবির ছাড়া চাকরি পেয়েছেন, সেভাবে চাকরিচ্যুত করার পর তদবিরে কোনও কাজ হবে না। এখানে কর্মচারীদের অনৈতিক কাজ করার কোনও সুযোগ নেই। মানুষের সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। এর ব্যত্যয় ঘটলে চাকরি হারাতে হবে।

ইকবাল মাহমুদ বলেন, নিয়োগ-প্রক্রিয়ার শুরুতেই সংশ্লিষ্টদের বলা হয়েছে, কেউ তদবির করলে বা তদবির শুনলে কঠিন পরিণতি ভোগ করতে হবে। যে কারণে দুদকে নিয়োগের ক্ষেত্রে কেউ তদবির করার সাহস পায় না। তদবির ছাড়াই নিয়োগ হচ্ছে।

তিনি বলেন, দুদকের প্রতিটি কর্মীই গুরুত্বপূর্ণ। যেকারও দায়িত্বের শৈথিল্য প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুন্ন করে। আমরা সবাই ২৪ ঘণ্টার জন্যই নিয়োগপ্রাপ্ত। তাই গভীর রাতে অভিযানে যেতে পারবো না- এমন আচরণ করার কোনও সুযোগ নেই। যখন নির্দেশনা আসবে, ঠিক তখনই যেতে হবে। আপনারা (কর্মচারিরা) তদবির-ঘুষ ছাড়া চাকরি পেয়েছেন। কোনও অপকর্মে জড়িয়ে পড়বেন না। আপনাদের নৈতিকতার পরীক্ষা নেয়া হয়েছে। এই মানদন্ড বজায় রাখতে হবে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন