উত্তর : মূলত আপনার ব্যবসাটি ডিজিটাল প্রিন্টিংয়ের। যা একটি হালাল ব্যবসা। এটি আসলে ছবি ছাপার উদ্দেশ্যে আপনি চালু করেন নি। গ্রাহকের প্রয়োজনে প্রাণীর ছবি আপনাকে ছাপতে হয়। এজন্য আলাদা গোনাহ হবে। আপনি গোনাহ ভেবেই প্রিন্ট করবেন এবং এজন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন। সম্ভব হলে ছবি ছাড়া অর্ডার রাখার চেষ্টা করবেন। যদি ছবি এড়াতে না-ই পারেন, তাহলে ধীরে ধীরে অন্য পেশায় চলে যাওয়ার চেষ্টা করবেন। যতদিন অন্য ব্যবসা শুরু না করেন, ততদিন আপনার জন্য এ ব্যবসাই হালাল। দেব দেবীর ছবি কিংবা পূজার ব্যানার কোনোভাবেই জায়েজ হবে না। এটি শিরকে সহযোগিতা বলে গণ্য হবে। এসব অর্ডার নেওয়া থেকে কৌশলে বেঁচে থাকতে হবে। ছবির ব্যাপারেও যদি আপনি শক্ত হতে পারেন তাহলে এসব ছাড়াই আপনার ব্যবসা চলবে এবং বরকত হবে।
উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী
সূত্র : জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফাতওয়া বিশ্বকোষ।
প্রশ্ন পাঠাতে নিচের ইমেইল ব্যবহার করুন।
inqilabqna@gmail.com
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন