বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

তামিমের পর মুশফিকের অনন্য মাইলফলক

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৩ জানুয়ারি, ২০২০, ৮:১৪ পিএম

ড্যাশিং ওপেনার তামিম ইকবালের পর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ইতিহাসে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে দু’হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। আজ সিলেট পর্বের তৃতীয় ও বঙ্গবন্ধু বিপিএল টুর্নামেন্টের ৩১তম ম্যাচে ঢাকার প্লাটুনের বিপক্ষে ৩৩ বলে ৬৪ রানের ইনিংস খেলে বিপিএলের ইতিহাসে দু’হাজার রানের মাইলফলক স্পর্শ করেন খুলনা টাইগার্সের মুশফিক।

এ ম্যাচের আগে বিপিএলে মুশফিকের ব্যাটিং পরিসংখ্যান ছিলো, ৭৮ ম্যাচের ৭৪ ইনিংসে ১৯৯৯ রান। তাই দুই হাজার রান থেকে ১ রান দূরে ছিলেন মুশফিক। আজ সেই মাইলফলক স্পর্শ করেন মুশফিক। ফলে বিপিএলে ৭৯ ম্যাচের ৭৫ ইনিংসে ১৪টি হাফ-সেঞ্চুরিতে ২০৬৩ রানের মালিক এখন মুশফিক।

মুশফিকের উপরে আছেন তামিম। ৬৬ ম্যাচের ৬৫ ইনিংসে ১টি সেঞ্চুরি ও ১৯টি হাফ-সেঞ্চুরিতে ২১৪৩ রান করেছেন তিনি। ফলে বিপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক তামিম।

বিপিএলে সবচেয়ে বেশি রান করা শীর্ষ পাঁচ ব্যাটসম্যান :

খেলোয়াড়             ম্যাচ       ইনিংস        রান        গড়
তামিম ইকবাল        ৬৬         ৬৫        ২১৪৩     ৩৭.৫৯
মুশফিকুর রহিম       ৭৯          ৭৫        ২০৬৩    ৩৪.৯৬
মাহমুদুল্লাহ রিয়াদ     ৭৮          ৭৪        ১৬৯৫     ২৫.৬৮
ইমরুল কায়েস        ৭৬          ৭৫        ১৬২১      ২৪.১৯
সাব্বির রহমান        ৮৩          ৭৫        ১৫৩৯     ২২.৩০

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন