বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

মহিলা

ইফতারিতে রকমারী শরবত

প্রকাশের সময় : ২৮ জুন, ২০১৬, ১২:০০ এএম

ইফতারিতে রকমারী শরবত

চিনি ও বরফকুচি প্রয়োজন মত।
প্রণালী : ব্লেন্ডারে সব উপকরণ দিয়ে ব্লেন্ড করুন। উপরে বরফকুচি দিয়ে পরিবেশন করুন।
লাচ্ছি
উপকরণ : মিষ্টি দই ১ কেজি, পানি ১ কেজি। চিনি ও বরফকুচি প্রয়োজন মত।
প্রণালী : দই, পানি ও চিনি ব্রেন্ডারে দিয়ে ব্লেন্ড করে উপরে বরফকুচি দিয়ে পরিবেশন করুন। চলছে মাহে রমজান। সারাদিন রোজা রাখার পর ইফতারিতে এক গ্লাস ঠা-া শরবত আপনার দেহ মনে নিয়ে আসবে অনাবিল প্রশান্তি। আর এতে শরীরের সারাদিনের পানির চাহিদাও অনেকাংশে পূরণ হবে।
আমের শরবত
উপকরণ : পাকা আম ৪টি, ঠা-া পানি।
পেঁপের শরবত
উপকরণ : মাঝারি সাইজের পেঁপে ১টি, ঠা-াপানি আধা লিটার, চিনি ও বরফকুচি প্রয়োজন মত।
প্রণালী : সব উপকরণ একসঙ্গে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করুন। পরিবেশনের সময় উপরে বরফকুচি ছড়িয়ে দিন।
মিক্স ফ্রন্ট জুস
উপকরণ : আপেল ২টা, নাসপাতি ১টা, কমলা ১টা, আম ২টা, চিনি, পানি পরিমাণ মত।
প্রণালী : সব ফল কিউব কাট করে কেটে পানিসহ ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করুন। একটা চমৎকার স্মেল আসবে। পরিবেশনের সময় বরফকুচি ছড়িয়ে দিন।
কমলার শরবত
উপকরণ : কমলা ৪টি, পানি ও চিনি প্রয়োজন মত।
প্রণালী : খোসা ছাড়িয়ে কমলার কোয়া বের করে নিন। পানি চিনিসহ কমলার কোয়া ব্লেন্ডারে দিন। ব্লেন্ড হয়ে গেলে উপরে বরফকুচি দিয়ে পরিবেশন করুন।
লেবুর শরবত
উপকরণ :
লেবু ২টি, পানি আধা লিটার, চিনি প্রয়োজন মত।
প্রণালী : লেবুর রস ভালো করে চেপে চিনির সাথে মিলিয়ে পানিসহ ফ্রিজে রেখে দিন। খাওয়ার সময় উপরে বরফকুচি দিয়ে পরিবেশন করুন।
য় অনামিকা হোসেন

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন