শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

রোহিঙ্গাদের নিয়ে চলচ্চিত্র নির্মাণের আহ্বান জানালেন পররাষ্ট্রমন্ত্রী

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৪ জানুয়ারি, ২০২০, ১২:০২ এএম

রোহিঙ্গাদের নিয়ে সিনেমা নির্মাণের জন্য চলচ্চিত্র নির্মাতাদের অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। গত বৃহ¯পতিবার রোহিঙ্গাদের নিয়ে ‘ফ্ল্যাশ অন রোহিঙ্গা জেনোসাইড’ শিরোনামের একটি আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধনের সময় পররাষ্ট্রমন্ত্রী এই আহ্বান জানান। চিত্র প্রদর্শনীর উদ্বোধন করে মন্ত্রী বলেন, এখানকার প্রতিটি সিনেমাতে রয়েছে শত শত গল্প। আলোকচিত্রের পাশাপাশি আমি আমাদের চলচ্চিত্র নির্মাতাদেরকে অনুরোধ জানাবো তারা যেন রোহিঙ্গাদের নিয়ে চলচ্চিত্র নির্মাণ করেন। প্রদর্শনীতে মিয়ানমারে রোহিঙ্গাদের উপর হওয়া গণহত্যার বেশ কিছু ছবি প্রদর্শিত হচ্ছে। আলোকচিত্রী কে এম আসাদ, মোহাম্মদ হোসেইন অপু, সুমন পাল ও সালাউদ্দিন আহমেদ ২০১২ সাল থেকে রোহিঙ্গাদের ওপর ছবি তুলছেন। তাদের তোলা ৫৭ টি ছবি এবং বিভিন্ন সময়ে তোলা রোহিঙ্গা বিষয়ক আরও কিছু ছবিসহ মোট ১২০টি ছবি নিয়ে শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা ভবনের ১ নম্বর গ্যালারিতে এই প্রদর্শনী শুরু হয়েছে। চলবে ৮ জানুয়ারি পর্যন্ত। প্রদর্শনীর আয়োজন করেছে দৈনিক ভোরের কাগজ, বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরাম এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি। উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান, ভোরের কাগজ স¤পাদক শ্যামল দত্ত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন