বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সদরপুরে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে দু’ পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া

পুলিশসহ ১০ জন আহত

ফরিদপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ জানুয়ারি, ২০২০, ৩:৫১ পিএম

ফরিদপুরের সদরপুর উপজেলায় আজ সকালে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী কে কেন্দ্র করে আওয়ামী লীগ ও স্বতন্ত্র এমপি সমর্থকদের মধ্যে ধাওয়া ও পাল্টা ধাওয়ায় পুলিশসহ দু’ পক্ষের ১০ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। আজ সকাল ১১ টায় ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে আওয়ামী লীগে র প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ সমর্থক ও মজিবুর রহমান চৌধুরী নিক্সন এমপি স্বতন্ত্র সমর্থক দু’ গ্রুপে প্রতিষ্ঠা বার্ষিকী পালনকে কেন্দ্র করে পৃথক পৃথক মিছিল বের করে সদরপুর স্টেডিয়ামের সামনে দু’ গ্রুপের মুখমুখি হলে উভয় পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া ইট পার্টকেল নিক্ষেপে পুলিশসহ উভয় পক্ষের ১০ জন আহত ও সদরপুর স্টেডিয়াম মাঠে মুজিব বর্ষ ২০২০ প্রীতি ফুটবল ম্যাচের মঞ্চ ভাংচুর করে। পুলিশ রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বর্তমানে থমথমে বিরাজ করছে, এলাকায় পুলিশ মোতায়ন রয়েছে। আহতদের সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভার্তি করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার গাজী রবিউল ইসলাম ঘটনা স্থল পরিদর্শন করে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন