বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ০৪ বৈশাখ ১৪৩১, ০৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ময়নাতদন্ত রিপোর্ট ভুল হলে সঠিক বিচার বিঘ্নি হবে

প্রশিক্ষণ উদ্বোধনকালে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৫ জানুয়ারি, ২০২০, ১২:০১ এএম

চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবীর বলেছেন, দেশে প্রতিনিয়ত আত্মহত্যা, দুর্ঘটনাজনিত বা অপঘাতে মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। দুর্ঘটনায় মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে মৃত ব্যক্তির ময়নাতদন্ত বাধ্যতামূলক। ময়নাতদন্তের ওপর নির্ভর করে আদালতে দায়েরকৃত মামলার সঠিক বিচার। ময়নাতদন্ত রিপোর্ট কোনো কারণে ভুল হলেই মৃত ব্যক্তির মরণোত্তর বিচারপ্রাপ্তি বিঘি্নত হবে এবং মৃত্যুর জন্য দায়ী ব্যক্তিরা বিচারের আওতাবর্হিভূত থেকে যায়। এজন্য সঠিকভাবে ময়নাতদন্ত অত্যন্ত জরুরি।
গতকাল (শনিবার) চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ‘ময়নাতদন্ত’ সংক্রান্ত জেলা ও উপজেলা পর্যায়ের চিকিৎসকদের ছয় দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক একথা বলেন। ‘ময়নাতদন্ত’ বিষয়ে চিকিৎসকদের প্রশিক্ষিত করার লক্ষ্যে স্বাস্থ্য অধিদপ্তরের চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি উন্নয়নের উদ্যোগে ও চট্টগ্রাম মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের সহযোগিতায় চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দফতর এ প্রশিক্ষণ আয়োজন করে। উদ্বোধনী দিনে ‘ময়নাতদন্ত’ বিষয়ে চিকিৎসকদের প্রশিক্ষণ দেন চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) ফরেনসিক মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডা. সুমন মুৎসুদ্দী। বক্তব্য রাখেন বিভাগীয় স্বাস্থ্য কার্যালয়ের সহকারি পরিচালক (প্রশাসন) ডা. শফিকুল ইসলাম।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন