বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

ঢাকায় আন্তর্জাতিক স্টান্ড সাইক্লিং!

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৫ জানুয়ারি, ২০২০, ৮:২৬ পিএম

দেশের সাইক্লিংয়ের অবস্থা এমনিতেই নাজুক। সাউথ এশিয়ান গেমসে পদক নেই। আন্তর্জাতিক আসরেও ¤্রয়িমান বাংলাদেশের সাইক্লিং। কেবল জাতীয় চ্যাম্পিয়নশিপের উপরেই ভরসা করে বেঁচে রয়েছে এই ডিসিপ্লিনটি। এখন মুজিববর্ষে ঢাকায় বঙ্গবন্ধু প্রথম এমটিবি আন্তর্জাতিক স্টান্ড সাইক্লিংয়ের আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ সাইক্লিং ফেডারেশন। রোববার সাইক্লিং ফেডারেশনে কার্যনির্বাহী কমিটির এক সভায় এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তবে জানা গেছে, স্টান্ড সাইক্লিংয়ের বিষয়ে বাংলাদেশের কারো কোন অভিজ্ঞতা নেই। শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে অনুষ্ঠিতব্য টুর্নামেন্টে ক’টি দেশ খেলবে তাও জানেন না অনেক কর্মকর্তা। তারচেয়ে বড় খবর হলো, রোববার নির্বাহী কমিটির সভায় ২২ সদস্যের অ্যাডহক কমিটির অধিকাংশ সদস্যই উপস্থিত ছিলেন না বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। সভার অন্য আলোচ্য বিষয়ের মধ্যে ছিল, গেল বছরের জাতীয় সাইক্লিংয়ের খরচ অনুমোদন এবং নতুন বছরে জাতীয় চ্যাম্পিয়নশিপ আয়োজন। এছাড়া এসএ গেমসের খরচ অনুমোদন এবং ২০১৭ মার্চ থেকে ২০১৯ ডিসেম্বর পর্যন্ত ব্যাংক কর্তৃক লেনদেনের হিসাব অনুমোদন করা। সূত্রটি আরো জানায়, ফেডারেশনের কোষাধ্যক্ষকে ছাড়াই এসব খরচের হিসাব অনুমোদন করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন