শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

হলিউড শীর্ষ পাঁচ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৬ জানুয়ারি, ২০২০, ১২:০১ এএম

হলিউড শীর্ষ পাঁচ
১ স্টার ওয়ার্স এপিসোড নাইন : দ্য রাইজ অফ স্কাইওয়াকার
২ জুমানজি : দ্য নেক্সট লেভেল
৩ ফ্রোজেন টু
৪ লিটল উইমেন
৫ স্পাইজ ইন ডিসগাইস
স্পাইজ ইন ডিসগাইস
নিক ব্রুনো এবং ট্রয় কোয়েন পরিচালিত এনিমেটেড অ্যাকশন কমেডি ফিল্ম ‘স্পাইজ ইন ডিসগাইস’। এটি দুজনের পরিচালনায় প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। ব্রুনো ও কোয়েন এনিমেটেড চলচ্চিত্রের অন্যান্য শাখায় কাজ করেছেন এবং কোয়েন একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র পরিচালনা করেছেন। ল্যান্স স্টার্লিং (ভয়েস : উইল স্মিথ) বিশ্বের সবচেয়ে দক্ষ এক স্পাই। এছাড়া যে কোনও ফিল্মি স্পাইয়ের মত তার আছে সবার মনোযোগ আকর্ষণ করার করার সম্মোহনী ক্ষমতা। যাই হোক মিশনের সাফল্যের ক্ষেত্রে তার তুলনীয় আর কেউ নেই। পৃথিবীকে সে অনেকবার বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছে। তাই তার কোনও বিকল্প নেই। তার জন্য সব অদ্ভুত ক্ষমতাসম্পন্ন যন্ত্রপাতি তৈরি করার দায়িত্ব এমআইটির উদ্ভাবক ওয়াল্টার বেকেটের (ভয়েস : টম হল্যান্ড)। ওয়াল্টারের তৈরি এক অদ্ভুত পানীয় পান করে ল্যান্স কবুতরে পরিণত হয়। তাতে কি একজন দক্ষ স্পাই থেকে বিশ্ব বঞ্চিত হবে? ওয়াল্টার বোঝাতে চেষ্টা করে এটিই তার নতুন ছদ্মবেশ আর কবুতরের রূপেই ল্যান্স কাজ চালিয়ে যেতে থাকে আর ওয়াল্টার খুঁজতে থাকে কিভাবে তাকে মানুষের রূপ দেয়া যেতে পারে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন