বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

বিডিবিএল’র ডিএমডিসহ ৪ জনকে দুদকে তলব

৯০ লাখ টাকা আত্মসাত

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৬ জানুয়ারি, ২০২০, ১২:০১ এএম

কিস্তির ৯০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ অনুসন্ধানে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিবিবিএল)র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো, দিলওয়ার হোসেনসহ ৪ জনকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

গতকাল রোববার সংস্থার উপ-সহকারি পরিচালক আবুল কালাম আজাদ তাদের তলবি নোটিস পাঠান। আগামি ৮ জানুয়ারি তাদের হাজির হতে বলা হয়েছে। তলবকৃত অপর তিনজন হলেন, ব্যাংকটির ফরেন এক্সচেঞ্জ কনসালট্যান্ট মাহমুদুল হাসান, কমার্শিয়াল ব্যাংকিং কনসালট্যান্ট মাহে আলম ও এজিএম সৈয়দ মোহাম্মদ নজরুল ইসলাম।

দুদক সূত্র জানায়, ঋণের কিস্তির ৮৯ লাখ ৬৫ হাজার টাকা গ্রাহক ব্যাংকে জমা দেন।

উপরোক্ত কর্মকর্তারা সেটি গ্রহণও করেন। কিন্তু ওই টাকা কর্মকর্তারা পরষ্পর যোগসাজশে ব্যাংকে জমা না করে আতœসাৎ করেন। ব্যাংকটির চুক্তিভিত্তিক ব্যবস্থাপনা পরিচালক মঞ্জুর আহম্মদের নামও অর্থ আতœসাতের অভিযোগে রয়েছে।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন