মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

দেবহাটায় আটক তিন পাখি শিকারীকে মোবাইল কোর্টে জরিমানা

সাতক্ষীরা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ জানুয়ারি, ২০২০, ৪:০৯ পিএম

সাতক্ষীরার দেবহাটায় আটক তিন পাখি শিকারীকে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হয়েছে। এসময় পাখি শিকারে ব্যবহৃত ইয়ারগানটিও জব্দ করা হয়েছে। সোমবার (০৬ জানুয়ারি) সকাল ১০টায় দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন মোবাইল কোর্ট পরিচালনা করেন। তিনি বন্যপ্রানী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ এর ৩৮ ধারা মতে আটককৃত তিন পাখি শিকারীর প্রত্যেককে ৩ হাজার টাকা করে মোট ৯ হাজার টাকা জরিমানা, অনাদায়ে প্রত্যেকের ৭ দিন করে কারাদন্ডাদেশ প্রদান এবং শিকারে ব্যবহৃত ইয়ারগানটি জব্দ করেন। পাখি শিকারীরা হলেন- উপজেলার নাংলা গ্রামের শহিদুল ইসলামের দুই ছেলে আল-আমিন (২৩) ও আলাউদ্দীন (২০)। আনোয়ার আলী গাজীর ছেলে আবুল কালাম আজাদ (২৪)। শিকারীদের কাছ থেকে চারটি বিরল প্রজাতির সবুজ ঘুঘু, একটি বক ও ইয়ারগান উদ্ধার করে পুলিশ।
দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন