শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

কোল্ড ডায়রিয়ায় আক্রান্ত ৯ শিশু

পাবনা থেকে স্টাফ রিপোর্টার ও নীলফামারী সংবাদদাতা : | প্রকাশের সময় : ৭ জানুয়ারি, ২০২০, ১২:০৪ এএম

 কয়েক দিন বিরতির পর আবারও কনকনে ঠান্ডা ও হিমেল বাতাস বইছে। থেমে থেমে মৃদু থেকে মাঝারী ধরণের শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে। বয়ষ্ক ও শিশুরা শীতে বেশী দূর্ভোগে পড়েছে।
পাবনা জেনারেল হাসপাতাল ও ৯টি উপজেলা স্বাস্য কমপ্লেক্স হাসপাতালে কোল্ড ডায়রিয়ায় আক্রান্ত ৯ জন শিশু চিকিৎসা নিচ্ছেন। পাবনার সিভিল সার্জন ডা: মেহেদী ইকবাল আজ সোমবার জানান, ৯ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ জন এবং পাবনা জেনারেল হাসপতালে ২ জন শিশুর কোল্ড ডায়রিয়ার খবরের সত্য নিশ্চিত করেছেন । হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ১ সপ্তাহে ২০ জন শিশু ডায়রিয়ায় আত্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয় । এদের মধ্যে ১৮ জন সুস্থ্য হয়ে রিলিজ নিয়েছে। দুই জন শিশু’র চিকিৎসা চলছে। পাবনা জেনারেল হাসপাতালের সহকারি পরিচালক ডা: রঞ্জন কুমার দত্ত জানান, কলেরা স্যালাইনের সরবারহ কম রয়েছে তবে খাবার স্যালাইন পর্যাপ্ত রযেছে। দুই/একদিনের মধ্যে কলেরা স্যালাইনের সরবরাহ বৃদ্ধি পাবে ।
স্থানীয় আবহাওয়া অফিস সুত্র মতে গতকাল সোমবার নীলফামারীর সর্বনি¤œ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন