মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

শীর্ষে মেরিনার

প্রকাশের সময় : ২৮ জুন, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : ঘরোয়া হকির মর্যাদাপূর্ণ আসর গ্রীনডেল্টা প্রিমিয়ার লিগে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে আসলো ঢাকা মেরিনার ইয়াংস ক্লাব। লিগ শিরোপা প্রত্যাশী আরেক বড় দল ঊষা ক্রীড়া চক্রকে পেছনে ফেলেছে তারা। যদিও ঊষা এক ম্যাচ কম খেলেছে মেরিনারের চেয়ে। গতকাল মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে প্রিমিয়ার হকির সুপার সিক্সে মেরিনার ২-১ গোলে হারায় আবাহনীকে। বিজয়ী দলের চেক প্রজাতন্ত্রের টমাস ও পাকিস্তানী খেলোয়াড় ওয়াকাস আলী একটি করে গোল করেন। আবাহনীর হয়ে এক গোল শোধ দেন পাকিস্তানী শাফকাত রসূল। আগেই শিরোপা লড়াই থেকে ছিটকে পড়েছে আবাহনী। আর মেরিনারের কাছে হেরে সব আশা-ভরসা শেষ হয়ে গেলে তাদের। এখন লিগ রানার্সআপ হওয়ারও কোন সম্ভাবনা নেই আকাশী-হলুদদের। ১৫ ম্যাচ শেষে মেরিনারের সংগ্রহ ৪০ পয়েন্ট। এক ম্যাচ কম খেলা ঊষা পেয়েছে ৩৮ পয়েন্ট। আর ১৪ ম্যাচে আবাহনীর ৩০ এবং সমান ম্যাচে মোহামেডানের পয়েন্ট ২৯। কাল দিনের অন্য ম্যাচে জিমির হ্যাটট্রিকের সুবাদে ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব ৫-১ গোলে হারায় ঢাকা ওয়ান্ডারার্সকে। জিমির হ্যাটট্রিক ছাড়াও তাসওয়ার আব্বাস ও রানা জুনিয়র একটি করে গোল করেন। ওয়ান্ডারার্সের হয়ে এক গোল শোধ দেন রকিবুল হাসান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন