শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

আবারো বন্য হাতির আক্রমণে আনোয়ারায় প্রাণ গেল ১ বৃদ্ধের

আনোয়ারা (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ জানুয়ারি, ২০২০, ১২:৩৬ পিএম

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বটতলী গ্রামে আবারো বন্য হাতির আক্রমণে মোহাম্মদ সোলায়মান সর্দ্দার (৭৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটার দিকে উপজেলা বটতলী রুস্তম হাটে এই ঘটনা ঘটে। নিহত সোলায়মান সর্দ্দার বটতলী গ্রামের নুরু পাড়ার মৃত এরশাদ আলীর ছেলে। তিনি ভোরে ফজরের নামাজ আদায়ের জন্য মসজিদে যাওয়ার পথে বন্য হাতির শিকার হন। বটতলী ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি গোলাম মোহাম্মদ জানান, মোহাম্মদ সোলায়মান সর্দ্দার ফজরের নামাজ পড়তে ঘর থেকে বের হয়ে মসজিদে যাচ্ছিলেন। এ সময় রুস্তম হাটের পূর্ব মাথায় হঠাৎ বন্য হাতির সামনে পড়ে, ভয়ে ছুটতে থাকলে হাতি তাকে শুঁড় দিয়ে পেঁচিয়ে আছাড় দেয়। এতে তিনি ঘটনাস্থলে মারা যান। বন্য হাতির আক্রমনে বিগত ৩ বৎসরে আনোয়ারা ও কর্ণফুলী উপজেলায় ৮ জনের মৃত্যু ও শতাধিক লোক আহত এবং কৃষিক্ষেত ও ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ হয়। উল্লেখ্য যে, গত ১৪ই ডিসেম্বর ২০১৯ বিভিন্ন এলাকায় বন্য হাতির আক্রমণে নিহত ও ক্ষতিগ্রস্ত ২০ পরিবারকে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি ৭ লক্ষ ৬৫ হাজার টাকা আর্থিক অনুদান দিয়েছেন বন বিভাগের মাধ্যমে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন