বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

নদীর গতি রোধ করায় ইট ভাটায় দুই লাখ টাকা জরিমানা

কলাপাড়া(পটুয়াখালী) সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ জানুয়ারি, ২০২০, ২:৪৭ পিএম

পটুয়াখালীর কলাপাড়ায় বি.এইচ.বি.এম নামের একটি ইট ভাটায় অভিযান চালিয়ে দু’লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার শেষ বিকালে লতাচাপলী ইউনিয়নের মাইটভাঙ্গা গ্রামের ওই ইট ভাটায় অভিযান চালায় নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) অনুপ কুমার দাশ।

সরকারী ১নং খাস খতিয়ানের জমি এবং খাপড়াভাঙ্গা নদীর পার কেটে স্বাভাবিক পানির গতি রোধ করায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রন ) আইন, ২০১৩ এর অধীনে এ অর্থদন্ডাদেশ দেয়া হয় বলে ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে।

বি.এইচ.বি.এম নামের ওই ভাটার মালিক কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার ও কুয়াকাটা পৌরসভার মেয়র আবদুল বারেক মোল্লা। তাদের দু’জনের নামের আদ্যক্ষর থেকে এ ভাটার নামকরন করা হয়েছে বলে একটি সূত্রে জানা গেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
ash ৭ জানুয়ারি, ২০২০, ৩:৫২ পিএম says : 0
DUI LAKH TAKA ??? MOSHKARI TAI NA????
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন