শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

ইসলামী প্রশ্নোত্তর

প্রশ্ন : বিশ্বনবী হযরত মোহাম্মাদ সা. এর নাম শুনলে দুরুদ ‘সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম’ পড়তে হয় বলে জানি। আজানের মধ্যে ‘আশহাদু আন্না মুহাম্মাদুর রাসুলুল্লাহ’ পড়েন, তা যখন আমরা শুনি, তখনও কি দুরুদ পড়তে হবে?

রেদওয়ান আহমাদ তুহিন
ই-মেইল থেকে

প্রকাশের সময় : ৭ জানুয়ারি, ২০২০, ৮:৫৩ পিএম

উত্তর : আজানের মধ্যে মুয়াজ্জিন যা বলেন, তা-ই উচ্চারণ করা সুন্নাত। মুয়াজ্জিনের ‘আশহাদু আন্না মুহাম্মাদুর রাসুলুল্লাহ’ বলার সময় শ্রোতাদের ঠিক এ বাক্যটি বলাই সুন্নাত। আজান শেষে দুরুদ শরীফ পড়ার একটি নির্দিষ্ট সময় মহানবী সা. কর্তৃক দেওয়া আছে। এটি হলো, মুয়াজ্জিন আজানের শেষ বাক্য ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ বলার পর দুরুদ শরীফ পাঠ করা। এরপর আজানের দোয়া পড়া। আমলের ক্ষেত্রে সুন্নাতের অনুসরনই সর্বোত্তম। নিজের ইচ্ছামতো নির্দিষ্ট ইবাদতে বেশ-কম করা কিংবা নিজ থেকে কোনো পছন্দনীয় আমলও সংযোজন করা ঠিক নয়। যা কিছু সুন্নাতে বলা হয়েছে, সেভাবে ইবাদত করাই শরীয়তে কাম্য।

উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী
সূত্র : জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফাতওয়া বিশ্বকোষ।
প্রশ্ন পাঠাতে নিচের ইমেইল ব্যবহার করুন।
inqilabqna@gmail.com

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন