শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

অসচ্ছল মুক্তিযোদ্ধাদের বাড়ি তৈরি করে দেয়া হবে: আ ক ম মোজাম্মেল হক

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৭ জানুয়ারি, ২০২০, ৯:৪৩ পিএম

‘অসচ্ছল মুক্তিযোদ্ধাদের বাড়ি তৈরি করে দেয়া হবে। মুক্তিযোদ্ধাদের ভাতা এখন আর কোনো দপ্তর থেকে নিতে হবে না। ব্যাংক থেকে সরাসরি যার যার অ্যাকাউন্টে পৌঁছে যাবে। এ বছর থেকেই স্বাধীনতা দিবস ও বিজয় দিবসে বোনাস দেয়া হবে।’- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এসব কথা বলেছেন।

আজ মঙ্গলবার (৭ ডিসেম্বর) বিকেলে কুষ্টিয়ার কুমারখালী বাঁশগ্রাম আলাউদ্দিন আহম্মেদ বিশ্ববিদ্যালয় কলেজে রজতজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে এসব কথা জানান তিনি।

মোজাম্মেল হক বলেন, মুক্তিযোদ্ধাদের যত স্মৃতি স্থান আছে সবগুলো আমরা সংরক্ষণ করব। এছাড়া আগামী ২৬ মার্চ মুক্তিযোদ্ধাদের হাতে তাদের পরিচয়পত্র পৌঁছে দেয়া হবে।

এ সময় অনুষ্ঠানে কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. আসলাম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, মুক্তিযোদ্ধা জাহিদ হোসেন জাফরসহ বিভিন্ন উপজেলার মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন