মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইসলামী বিশ্ব

শহীদ সোলেইমানি হামলার পর দাফন সম্পন্ন, তেলের মূল্য বৃদ্ধি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ জানুয়ারি, ২০২০, ১২:০১ এএম

ইরাকে অবস্থিত একটি মার্কিন বিমান ঘাটিতে রকেট হামলা হয়েছে। যার নাম দেয়া হয়েছে ‘শহীদ সোলেইমানি’ হামলা আর এই হামলার পরই দাফন সম্পন্ হয়েছে সেলেইমানির। দেশটির শীর্ষ জেনারেল কাশেম সোলেইমানিকে ড্রোন হামলায় হত্যার জবাব হিসেবে এই হামলা করা হয়েছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন। আইআরজিসি বুধবার ভোরে এক বিবৃতিতে বলেছে, লেঃ জেনারেল কাসেম সোলেইমানির উপর আগ্রাসী মার্কিন সেনাদের সন্ত্রাসী ও অপরাধম‚লক হামলার কঠোর জবাব দিতে এইন আল-আসাদ ঘাঁটিকে মাটির সঙ্গে মিশিয়ে দেয়া হয়েছে। এই অভিযানের মাধ্যমে যে ‘মহান বিজয়’ অর্জিত হয়েছে। এর আগে ইরাকের আল-আসাদ নামের ওই বিমান ঘাটিতে বেশ কয়েকটি রকেট হামলা করে। হোয়াইট হাউস পরিস্থিতির ওপর নজর রেখেছে। তবে এই রকেট হামলায় কেউ হতাহত হয়েছে কি-না, তা এখনো পরিষ্কার নয়। অপরদিকে, ইরাকে মার্কিন ঘাঁটিতে ইরানের রকেট হামলার পর ফের বাড়তে শুরু করেছে তেলের দাম। এশিয়ায় ব্রেন্ট ক্রুড জ্বালানি তেলের দাম ১ দশমিক ৪ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ৬৯ দশমিক ২১ ডলারে বিক্রি হচ্ছে। বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি। মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতিতে তেলের সরবরাহ মারাত্মকভাবে বিঘ্নিত হতে পারে বলে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। এমন উদ্বেগের ফলেই এভাবে দাম বেড়েছে বলে প্রতীয়মান হচ্ছে। আন্তর্জাতিক বাজারে শেয়ার স‚চকেও নেতিবাচক প্রবণতা লক্ষ্য করা গেছে। জাপানের বেঞ্চমার্ক নিকির শেয়ার স‚চকের পতন ঘটেছে ২২৫ পয়েন্ট। স‚চক পড়েছে ১ দশমিক ৩ শতাংশ। হোয়াইট হাউসের মুখপাত্র স্টেফানি গ্রিশাম বলেছেন, ‘ইরাকের একটি মার্কিন ঘাঁটিতে হামলার খবরের ব্যাপারে আমরা সচেতন রয়েছি। প্রেসিডেন্ট এ বিষয়ে অবহিত হয়েছেন এবং তিনি গভীরভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন ও জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে আলোচনা করছেন’। ইরানের রেভ্যুলশনারি গার্ড জানিয়েছে, সোলেইমানির হত্যাকাÐের বদলা হিসেবে এই হামলা চালানো হয়েছে। ‘আমেরিকার সব সহযোগীদের আমরা সতর্ক করে দিচ্ছি, যারা তাদের ঘাঁটিগুলোকে এই সন্ত্রাসী সেনাবাহিনীকে ব্যবহার করতে দিয়েছে, যেখান থেকেই ইরানের বিরুদ্ধে আগ্রাসী কর্মকাÐ চালানো হবে, সেটাই লক্ষ্যবস্তু করা হবে। সিএনএন, রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন